সীতাকুণ্ডে পুলিশের অভিযানে ১০০০ পিস ইয়াবাসহ আটক ১
একুশে জার্নাল
জুলাই ০৭ ২০২০, ১৬:১০
মোঃ মামুনুর রশিদ মাহিন, সীতাকুণ্ড(চট্রগ্রাম) প্রতিনিধি: গত সোমবার( ৬ জুলাই ২০) উপজেলার ভাটিয়ারীর বাস বাসস্ট্যান্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৫ টার দিকে বিশেষ অভিযান চালিয়ে একহাজার (১০০০)পিস ইয়াবাসহ একজনকে আটক করেন সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।
চটগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী মহাসড়কের পাশে বাস বাসস্ট্যান্ড অভিযানে ধরা পড়ে একহাজার পিস ইয়াবাসহ একজন।
একজন।
আটককৃত আসামী বাড়ি কক্সবাজার জেলার, টেকনাফ উপজেলার,হোয়াইক্যং, উত্তর হৃীলা গ্রামের মোঃ কবির আহমদ এর পুএ মোঃ আবুল কাশেম(৩৫)সেই দীর্ঘদিন ধরে এই মাদক ব্যবসা করেন আসছেন বলে জানা যায়।
এই বিষয়ে সীতাকুণ্ডের মডেল থানার এসআই মোঃ আশরাফ ছিদ্দিক জানান,গোপন সূত্রে খবর পেয়ে আমরা ফোর্স নিয়ে অভিযান চালায় সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের মহাসড়কের পাশে বাসস্ট্যান্ড এলাকা থেকে একহাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করি।এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা করা হয়েছে।আটককৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান।