সীতাকুণ্ডে পানিতে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যু
একুশে জার্নাল
জুলাই ১৬ ২০২০, ১৮:০০
মোঃ মামুনুর রশিদ মাহিন, সীতাকুণ্ড(চট্রগ্রাম)প্রতিনিধি:
চট্রগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের হারাধন পাড়ায় পানিতে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যু হয়।
আজ বৃহস্পতিবার (১৬ জুলাই ২০)উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের হারাধন পাড়ায়,
বেলা ১১টার দিকে বাড়ির পাশে খেলা করার সময় পুকুরে পড়ে যায়।পরে শিশুটিকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতব্যরত চিকিৎসক তাকে মারা গেছেন বলে জানান।
নিহত শিশুটির বাঁশবাড়ীয়া ইউনিয়নের মোঃ বেলাল হোসেনের ছেলে বলে জানা যায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নূর উদ্দীন রাশেদ উক্ত বিষয়টি নিশ্চিত করেন।