সীতাকুণ্ডে পঁচা গরুর মাংস বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা
একুশে জার্নাল ডটকম
মে ২৪ ২০২০, ২৩:৩০
মোঃ মামুনুর রশিদ মাহিন- সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধি;
রোববার ( ২৪ মে ২০)সীতাকুণ্ড উপজেলায় দায়িত্বরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব গালিব চৌধুরী নেতৃত্বে সকাল ১০টার দিকে উপজেলার শুকলাল হাট-বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।এমন সময় চার মাংস বিক্রেতাকে পঁচা গরুর মাংস বিক্রি করার দায়ে নগদ (১০,০০০)দশ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
চট্রগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় পবিত্র মাহে রমযান উপলক্ষে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা
কালে পঁচা গরুর মাংস বিক্রি করার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেছেন।
অভিযুক্ত ব্যাক্তিরা হলেন, মোঃআমিনুর রহমান এর পুএ জমিরউদ্দীন(৩৮), নূরুল হক
এরপুএ ইদ্রিস(৪৮) ও আনোয়ার এর পুএ মোশাররফ হোসেন (৩৫) এরা সবাই উপজেলার মধ্যম মহাদেবপুর বাড়বকুণ্ড রঙ্গীপাড়া এলাকার স্থানীয় বাসিন্দান বলে জানা যায়।
উক্ত অভিযুক্ত কারিদের ভোক্তা অধিকার আইনের ৫৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করে তা নগদ আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।