সীতাকুণ্ডে নাতির হাতে নানা খুন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ০৮ ২০২০, ২২:০০

মোঃ মামুনুর রশিদ মাহিন- সীতাকুণ্ড (চট্রগ্রাম) প্রতিনিধি;

সোমবার (০৮ জুন ২০)আজ সকাল সাড়ে ৮টায় দিকে উপজেলার পশ্চিম সৈয়দপুর এলাকায় নাতির হাতে ১১০ বছরের নানা খুন হয়েছে।

চট্রগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের সৈয়দপুর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়,নানার বাড়িতে বেড়াতে আসে নাতি সালা উদ্দিন(২৫) কিন্তু সকালে সে নানাকে ব্যাগের বেল্ট দিয়ে ফাঁসি দিয়ে শ্বাসরোধ করে মারার সময় নিহতের ছেলে খোরশেদ আলম এ ঘটনা নিজ চোখে দেখে ফেললেন।কিন্তু তখনি আমিনুল ইসলাম (১১০) ঘটনাস্থলে মারা যায়।

নিহত আমিনুল ইসলাম এর উপজেলার মুরাদপুর ইউনিয়নের বদিউর রহমানেরর বাড়ি।

এ ঘটনার পর মানসিক রোগী খুনী সালাউদ্দিনকে পুলিশ গ্রেফতার করে থানায় হেফাজতে রাখেন বলে জানা যায়।খুুুনী সালা উদ্দিনের বাড়ি পশ্চিম সৈয়দপুর মুক্তিযোদ্ধা মুসলেম উদ্দিনের ছেলে বলে জানা গেছে।

এই বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি তদন্ত শামীম শেখ বলেন,ঘটনার খবর পেয়ে আমরা

সেখানে গিয়ে খুনিকে নাতীকে আটক করি এবং নিহতের নানার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান তিনি।