সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় যুবক নিহত
একুশে জার্নাল ডটকম
সেপ্টেম্বর ০৯ ২০২১, ১৪:৫০

সীতাকুণ্ড(চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড স্টেশনে সুবর্ণ এক্সপ্রেসের ধাক্কায় এক পর্যটকের মৃত্যু হয়।বৃহস্পতিবার ৯ সেপ্টেম্বর ২১,সকাল ৮টায় দিকে সীতাকুণ্ড রেল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়,মুন্সিগঞ্জের সিরাজদীখান খাইসখান্দি ইসলামীয়া দাখিল মাদ্রাসার ১০ জন ছাত্র বিভিন্ন স্থানে বেড়ানোর উদ্দেশ্যে আসেন। এসময় সীতাকুণ্ড স্টেশনে এসে রং সাইডে এসে নামার পরপরই ঢাকামুখী দ্রুতগামী সুবর্ণ এক্সপ্রেসের ধাক্কা দিলে ঘটনাস্থলে মোঃ মাহবুব (১৯)নামের এক ছাত্রের মৃত্যু হয়।সাথে থাকা আরো দুইজন গুরুতর আহত হয়।তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।
নিহতের বাড়ি মুন্সীগঞ্জ জেলার সিরাজদীখান উপজেলার হাসকান্দি মধ্যেরচর গ্রামের দুলাল মিয়ার পুএ মোঃ মাহবুব বলে জানা যায়।উক্ত বিষয়টি নিশ্চিত করেন,সীতাকুণ্ড জিআরপি ফাঁড়ির ইনচার্জ এস.আই তোফাজ্জল হোসেন।