সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় নিহত ১
একুশে জার্নাল ডটকম
সেপ্টেম্বর ২৪ ২০২০, ১৮:১৮
মামুনুর রশিদ মাহিন, সীতাকুণ্ড(চট্রগ্রাম): বুধবার (২৩ সেপ্টেম্বর ২০) উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবির হাটের খাদেম পাড়া এলাকায় অবস্থিত সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বাংলাদেশ নৌবাহিনীর ঘাঁটির থেকে কিছু দুর রেললাইন গেইট সংলগ্ন চট্টগ্রামমুখী কর্ণফুলি এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লেগে মোঃ মাসুদ রানার(২৪) নামের ব্যাক্তি গুরুতর আহত হয়।
চট্রগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবির হাটের খাদেম পাড়া,নেভী গেইটের রেললাইন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
পরে তাকে উদ্ধার চট্টগ্রাম সিএমএইচ এ নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয় বলে জানা যায়।নিহতের বাড়ি যশোর জেলা,সেই বাংলাদেশ নৌবাহিনীর লেন্স নায়ক পদে কর্মরত ছিলেন।
উপজেলার ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম উক্ত বিষয়টি নিশ্চিত করেন।