সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় পথচারী মৃত্যু
একুশে জার্নাল ডটকম
সেপ্টেম্বর ০৯ ২০২০, ১৯:১৭
মোঃ মামুনুর রশিদ মাহিন- সীতাকুণ্ড(চট্রগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার বিটিসিএল গেইট এলাকায় ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু হয়।
বুধবার (৯ সেপ্টেম্বর) উপজেলার বিটিসিএল গেইট এলাকায় সকাল ১০টার দিকে একটি যাত্রীবাহি বাস পণ্য বোঝাই ট্রাক ওভারটেক করার সময় পথচারী সাইফুল ইসলাম (৩০) নামের এক যুবককে ধাক্কা দিলে গুরুতর আহত হয়।
পরে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে,কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।নিহত যুবকের গ্রামের বাড়ি পটিয়া উপজেলায় বলে জানা যায়।
এই বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক আলাউদ্দিন তালুকদার।