সীতাকুণ্ডে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

সেপ্টেম্বর ০৮ ২০২০, ২০:৩৯

মোঃ মামুনুর রশিদ মাহিন – সীতাকুণ্ড(চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ইয়াকুব নগর এলাকায় ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়।

সোমবার(৭ সেপ্টেম্বর) উপজেলার পৌরসদরে অবস্থিত ইয়াকুব নগর এলাকায় দুপুরে দিকে বিল্ডিং এর ছাদ থেকে পড়ে আবুল কাশেমের পুত্র মোঃ মোসলেম উদ্দিন(২৫) নামে এক যুবকের মৃত্যু হয়।নিহত যুবক ঐ এলাকার বাসিন্দা।

পরে এই যুবকে গুরুতর আহতবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মারা গেছেন বলে জানান।

জানা যায়,স্থানীয় আজম নামের এক মালিকে এর তিনতলা ভবনের ছাদে রং এর কাজ করার সময় ভবনের ছাদ থেকে পড়ে মৃত্যু হয়।

স্থানীয় পৌর কাউন্সিলর মাইমুন উদ্দিন মামুন এই বিষয়টি নিশ্চিত করেন।