সীতাকুণ্ডে চোরাই ১২পিস স্বর্ণের বারসহ একজন আটক
একুশে জার্নাল
জুন ১৮ ২০২০, ১২:২৭

মোঃ মামুনুর রশিদ মাহিন, সীতাকুণ্ড (চট্রগ্রাম) প্রতিনিধি: আজ বুধবার (১৭ জুন ২০) উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের সন্ধ্যা সাতটার সময় গোপন সংবাদের ভিত্তিতে বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনি পশ্চিম পাশে দাঁড়ানো অবস্থায় তল্লাশি চালিয়ে ১২পিস স্বর্ণের বারসহ একজনকে আটক করেন সীতাকুণ্ড মডেল থানার পুলিশ।
চট্রগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বাসস্ট্যান্ডের তল্লাশি চালিয়ে ১২পিস স্বর্ণের বারসহ আটক ১ করেন পুলিশ।
আটককৃত কাজ থেকে ১২পিস চোরাই স্বর্ণের বার উদ্বার করা হয়।যার ওজন ১ কেজি ৩৯২ গ্রাম (১২৫ বড়ী)যার আনুমানিক বাজার মূল্য ৬৬ লক্ষ টাকা বলে জানা যায়।
আটককৃত বাড়ি ফেনী জেলার ফুলগাজী থানার ৯ নং পৌরসভা এলাকার উওর বড়ইয়াধীন অমর চাঁদ এর বাড়ির ফনি লাল বণিকের পূত্র গৌতম বণিক (৩৪)সে চট্টগ্রামে ভাড়া বাসা বসবাস করেন এবং হাজারী গলি একটি দোকানে চাকরি করেন।
এ বিষয়টি নিশ্চিত করেন,সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা।