সীতাকুণ্ডে গ্যাসের চুলা থেকে আগুন লেগে দুইটি বসতঘর পুড়ে ছাই
একুশে জার্নাল ডটকম
অক্টোবর ২৪ ২০২০, ১৮:৩৪
মামুনুর রশিদ মাহিন- সীতাকুণ্ড(চট্রগ্রাম)প্রতিনিধি: চট্রগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কলেজ পাড়া এলাকার জুনু মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।
শুক্রবার(২৩ অক্টোবর) উপজেলার ভাটিয়ারীর কলেজ পাড়া এলাকার রাত ১০টার দিকে রান্না করার গ্যাসের চুলা থেকে আগুন লেগে,চারিদিকে আগুন ছড়িয়ে পড়লে ঘরে থাকা নগদ টাকাসহ মুল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।
এসময় খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় আগুল নিয়ন্ত্রণে আনে বলে জানা যায়।তবে আগুনে কত টাকার ক্ষতি হয়েছে তদন্ত শেষে তা জানা যাবে।