সীতাকুণ্ডে গাড়ির ধাক্কায় প্রাণ গেলো এক ব্যক্তির
একুশে জার্নাল ডটকম
অক্টোবর ১৯ ২০২০, ১৬:৪৯
মামুনুর রশিদ মাহিন- সীতাকুণ্ড(চট্রগ্রাম)প্রতিনিধি: আজ সোমবার (১৯ অক্টোবর ২০)উপজেলার বাড়বকুণ্ড বাজারের মহাসড়ক এলাকায় সকাল সাড়ে ৯টায় দিকে রাস্তা পার হহওয়ার সময় চট্টগ্রাম মুখী একটি দ্রতগামী ট্রাক এসে ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যায়।
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড বাজার এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ট্রাকের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়।
খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ তাশারফ হোসেনের নেতৃত্বে একটি টিম লাশটি উদ্ধার করেন।পরে বারআউলিয়া হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
নিহতের ব্যক্তির বাড়ি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার মিয়াপাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলীর পুত্র মোঃ শামসুল আলম (৫৫) বলে জানা যায়।
বারআউলিয়া হাইওয়ে থানার এসআই আবুল হাসনাত উক্ত বিষয়টি নিশ্চিত করেন।এবং ঘাতক ট্রাকটি আটক করেন।