সীতাকুণ্ডে করোনায় আক্রান্ত হয়ে এক পুলিশ সদস্যের মৃত্যু

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুলাই ০১ ২০২০, ২১:৫৭

মোঃ মামুনুর রশিদ মাহিন- সীতাকুণ্ড (চটগ্রাম) প্রতিনিধি: 

বুধবার (১ জুলাই ২০) চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে তার মৃত্যু হয় বলা জানা যায়।

চটগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলা বাড়বকুণ্ড ইউনিয়নের নড়ালিয়া এলাকার মোঃ জাহেদ এর নামের এক পুলিশ সদস্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে।

নিহত পুলিশ সদস্যের বাড়ি,চটগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের নড়ালিয়া এলাকার মুক্তিযুদ্ধা জয়নাল আবেদীন এর বড় ছেলে মোঃআ.ফ.ম জাহেদ (৪২)তিনি চট্টগ্রাম পুলিশ লাইনে পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

এই বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ছোট ভাই এম তবরেজ।তিনি বলেন,আমার ভাই বেশ কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন।হঠাৎ করে তার শ্বাস কষ্ট শুরু হলে তাকে চটগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।পরে সেখানে চিকিৎসধীন অবস্থায় আজ দুপুরে সে মারা যায় বলে জানায়।

উপজেলার বাড়বকুণ্ডের নিজ বাড়িতে সামাজিক দূরত্ব মেনে রেখে চট্টগ্রাম পুলিশ লাইনে প্রথম জানাযা ও নিজ বাড়িতে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানা যায়।