সীতাকুণ্ডে একদিনে করোনা শনাক্ত ১১,সুস্থ ১০, মোট আক্রান্ত ৪০
একুশে জার্নাল ডটকম
মে ১৯ ২০২০, ০৪:২৪

মোঃ মামুনুর রশিদ মাহিন–সীতাকুণ্ড (চট্রগ্রাম)প্রতিনিধি;
মঙলবার (১৮ মে ২০)চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ( CVASU) ও উপজেলার ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস ( BITID)তে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়।তার মধ্যে সীতাকুণ্ডের ১১জনের পজিটিভ আসে।এই বিষয়টি নিশ্চিত করেছেন চট্রগ্রামের সিভিল সার্জন।
চট্রগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের একদিনে ১১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়।
করোনা আক্রান্তের বাড়ি হলেন,উপজেলার পৌরসভার ২,গোলাবাড়িয়া-১,সৈয়দপুর-১, পূর্ব লালা নগর-৩, বাড়বকুন্ড-২,বাঁশবাড়িয়া-১ , শীতলপুর-১, মোট ১১ জন করোনা আক্রান্ত হয়।
খবর পেয়ে আক্রান্তদের বাড়ি উপস্থিত হোন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়,সীতাকুণ্ড মডেল থানা ইনচার্জ জনাব ফিরোজ মোল্লা সহ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুরুদ্দিন রাশেদ এবং আক্রান্তেদের বাড়ি লকডাউন করা হয়।আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয় বলে জানা যায়।
সীতাকুণ্ডে আজকে একদিনে ১১ জন করোনা আক্রান্ত হয়।এনিয়ে সর্বমোট করোনা শনাক্ত হয় ৪০ জন এবং এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে যান ১০ জন।
এই বিষয়টি নিশ্চিত করেছেন,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুরুদ্দিন রাশেদ।তিনি বলেন,সবাই যেনো সরকারী নির্দেশনা মেনে চলে।ঘরে থাকেন, নিরাপদে থাকেন।
এক দিনে ১১জন করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর সীতাকুণ্ডে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।