সীতাকুণ্ডে উদ্বোধন হতে যাচ্ছে করোনা আক্রান্তদের জন্য ফিল্ড হাসপাতাল
একুশে জার্নাল ডটকম
এপ্রিল ২১ ২০২০, ১২:০৬

মোঃ মামুনুর রশিদ মাহিন; সীতাকুণ্ড (চট্রগ্রাম) প্রতিনিধি
চট্রগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের পাক্কা রাস্তার মাথায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য বিশেষয়িত অস্থায়ী এই ফিল্ড হাসপাতাল প্রস্তুত করা হয়।
রোববার (১৯ এপ্রিল ২০) চট্টগ্রামের উদ্যোক্ত ও ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি (ভিপি) ডাঃ বিদ্যুৎ বড়ুয়া সাংবাদিকদের জানান, সামাজিক দূরত্ব বজায় রাখতে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের জন্য এই ফিল্ড আগামীকাল মঙ্গলবার থেকে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হবে।
তিনি আরো জানান,বাংলাদেশের এই প্রথম করোনা হাসপাতাল নির্মান করা হয়েছে।এতে নাভানা গ্রুপের সহায়তায় মঙ্গলবার উপজেলার সলিমপুর ইউনিয়নে পাক্কা রাস্তার মাথায় চালু হতে যাচ্ছে এই হাসপাতাল। আমরা করোনা চিকিৎসায় ফিল্ড হাসপাতালের প্রস্তুতি শেষ করেছি একদম স্বল্প সময়ে,দিন রাত ২৪ ঘন্টা কাজ করে সম্পন্ন হয়েছে ফিল্ড হাসপাতাল।
আমরা হাসপাতালের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। সোমবারের মধ্যে সেটআপ ও প্রশাসনিক আরও কিছু কাজ শেষ করে মঙ্গলবার চালু হবে চট্টগ্রামের করোনা আক্রান্তদের ফিল্ড হাসপাতাল এবং রোগী ভর্তি ও দেখা কার্যক্রম সব কিছু শুরু হবে।প্রাথমিকভাবে ১৫ শয্যা দিয়ে করোনা-আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হবে নির্মিত এই ফিল্ড হাসপাতালে।
এই হাসপাতালের জন্য প্রাথমিক ভাবে ৩৭টি বেড স্থাপন, ৫টি ভেন্টিলেটর,একটি এ্যাম্বুলেন্স,একটি রোগীদের মাইক্রোবাস ও চিকিৎসকদের পরিবহন এবং চিকিৎসক, নার্স স্বেচ্ছাসেবকদের জন্য প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম ব্যবস্তা করা হয়েছে।প্রয়োজনীয় সব কিছু সুযোগ- সুবিধা বাড়ানোর পরিকল্পনা রয়েছে আমাদের।
গত রোববার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়া কবির ও নাভানা গ্রুপের চেয়ারম্যান সাজেদুল ইসলাম হাসপাতালটি পরিদর্শন করেছেন।
গত ৫ এপ্রিল বিকালে নাভানা গ্রুপের প্রদত্ত সাড়ে ৬ হাজার আয়তনের অবকাঠামোটি হাসপাতাল-উপযোগী করে গড়ে তোলার অগ্রগতি পরিদর্শন করেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম এমপি।এই সময় এমপিকে স্বাগত জানান, হাসপাতালটির উদ্দ্যোক্ত স্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ বিদ্যুৎ বড়য়া ও চট্টগ্রামের সাবেক সিভিল সার্জন ডা.সরফরাজ খান।
আজ মঙ্গলবার থেকে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হবে ফিল্ড হাসপাতাল।আক্রান্তদের মাঝে চিকিৎসা সেবা প্রদান করা হবে বলে বিষয়টি জানিয়েছেন হাসপাতাল কতৃপক্ষ