সীতাকুণ্ডে ইনফিনিয়া নামের একটি পোশাক কারখানায় আগুন
একুশে জার্নাল ডটকম
সেপ্টেম্বর ০৬ ২০২০, ১৮:৫০
মোঃ মামুনুর রশিদ মাহিন-সীতাকুণ্ড(চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার কদমরসুল এলাকায় অবস্থিত এস আলম গ্রুপের প্রতিষ্ঠান ইনফিনিয়া নামের একটি পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে।
শনিবার(৫ সেপ্টম্বর ২০) উপজেলার কদমরসুল এলাকায় দুপুর ১২টার দিকে উক্ত পোশাক কারখানায় আগুন লাগে।খবর পেয়ে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।৫ ঘন্টা চেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।তবে এতে কোটি টাকার উপরে ক্ষতি হবে বলে ধারনা করা হচ্ছে।
এই বিষয়ে কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ জানান,আমরা আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ৫ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছি।
তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে আগুনের সুত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে জানান।