সীতাকুণ্ডে অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় যুবক নিহত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মে ২০ ২০২০, ১৪:০৮

মোঃ মামুনুর রশিদ মাহিন- সীতাকুণ্ড(চট্রগ্রাম)প্রতিনিধি;

মঙ্গলবার (১৯ মে) উপজেলার রাত ৮টার দিকে এ পোর্টল্যান্ড কনটেইনার ডিপোর সামনে অজ্ঞাত কাভার্ডভ্যানের ধাক্কা দিলে নিচে পড়ে গুরুতর আহত হয়।

চটগ্রামের সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে পোর্টল্যান্ড কনটেইনার ডিপোর সামনে এই দুর্ঘটনা ঘটে।

পরে দুর্ঘটনার খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে দুইটি গাড়ি পাঠানো।আহত যুবকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো পাঠানোর পর চিকিৎসক থাকে মৃত ঘোষণা করেন।

নিহত যুবকের বাড়ি,লক্ষ্মীপুরের জেলার,লুলু মিয়ার পুত্র মোঃ জাহাঙ্গীর আলম(২৫) বলে জানা যায়।

এই বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশন অফিসার মো. শফিকুল ইসলাম।