সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের জন্য সরকার দায়ী: মির্জা ফখরুল

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ০৫ ২০২২, ২০:৩৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনাকে সরকারের অব্যবস্থাপনা বলে দায়ী করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৫ জুন) দুপুরে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, যারা নিহত হয়েছেন, তাদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে। সেই সঙ্গে এ ঘটনা যেন পরবর্তী সময়ে না ঘটে তার জন্য যথাযথ ব্যবস্থা নেবেন।

ফখরুল বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমাদের স্বাস্থ্যব্যবস্থা ভঙ্গুর। শুধু মুখেই কথা বলেন মন্ত্রী ও দায়িত্বরতরা। তাদের মুখে শুধু উন্নয়নের ফুলঝুরি, এখন পদ্মা সেতু ছাড়া কিছুই নেই। কিন্তু ইতোমধ্যে যে দুর্ঘটনাটি ঘটেছে, এত মানুষের যে প্রাণ চলে গেল, হতাহত হলো, এটার জন্য সম্পূর্ণ দায়ী সরকারের অব্যবস্থাপনা।

তিনি বলেন, বন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। উপযুক্ত নিরাপত্তাব্যবস্থা গড়ে ওঠা খুবই প্রয়োজন। দুর্ভাগ্য, তারা গড়ে তুলতে পারেনি। এটা সরকারের ব্যর্থতা। তাদের দুর্নীতির কারণেই তা পারছে না।

বিএনপির মহাসচিব বলেন, বর্তমানে বিএনপির কোনো সংকট নেই। সংকট সাধারণ মানুষের ভোটাধিকার প্রয়োগ ও গণতন্ত্রের। এখন প্রয়োজন জনগণের ঐক্য। তাই সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করা হচ্ছে বলে জানান তিনি।