সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে নিহতদের মাগফেরাত কামনায় বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলার দোয়া মাহফিল
একুশে জার্নাল ডটকম
জুন ০৬ ২০২২, ০২:১৭

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে আজ (৫ জুন রবিবার) বাদ মাগরিব বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছ।
উক্ত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ ইকবাল হুছাইন।
শাখা সাধারন সম্পাদক হাফিজ মাওলানা আতিকুর রহমান এর সঞ্চালনায় অনুষ্টিত উক্ত দোয়া মাহফিল চলাকালে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় এবং মুনাজাতরত নেতৃবৃন্দ ও দায়িত্বশিলগণ মহান আল্লাহর সাহায্য কামনায় প্রার্থনা করতে থাকেন।
মোনাজত পূর্ব অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ ইকবাল হুছাইন বলেন, সীতাকুণ্ডে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানীর ঘটনায় পুরো জাতি উৎকণ্ঠিত ও শোকাহত। ইতিমধ্যে অনেকগুলো লাশ উদ্ধার করা হয়েছে এবং চারশতাধিক আহতকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেনাবাহনী, ফায়ার সার্ভিসের বহু ইউনিট, পুলিশসহ সর্বস্তরের জনতা জিবনবাজি রেখে আগুন নিভানো ও উদ্ধার তৎপরতায় সহযোগিতা দিয়ে যাচ্ছেন। অনেকে রক্ত ও ঔষধ দিয়ে সহযোগিতা করছেন। কিন্তু ব্যাপক প্রচেষ্টা সত্ত্বেও এখনো আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি।
তিনি বলেন, দেশ ও জাতির নানাবিধ সংকটের মধ্যে সীতাকুণ্ডে ভয়াবহ বিস্ফোরণের এই ঘটনা এক বিশাল জাতীয় দুর্যেোগ। এতে ব্যাপক হতাহতের পাশাপাশি সম্পদেরও বিশাল ক্ষতি হয়েছে। এই কঠিন বিপদ থেকে উদ্ধারের জন্য আমরা মহান আল্লাহর গায়েবি মদদ কামনা করবো।
তিনি এ ঘটনায় উদ্ধার তৎপরতাসহ নিহতদের দাফন, শোকাহতদের সান্ত্বনাদান এবং আহতদের চিকিৎসায় যার যার সাধ্যমতো সর্বোচ্চ সহযোগিতাদান ও পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান। পাশাপাশি একটি বিচার বিভাগিয় তদন্ত কমিটি গঠন করে দুর্গটনার কারন অনুসন্ধান করে দায়িদের আইনের আওতায় নিয়ে আসার আহ্বান যানান।
বিশেষ দোয়া মাহফিলে এসময় জেলা নেতৃবৃন্দে মাঝে উপস্থিত ছিলেন সহসভাপতি যথাক্রমে মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী, মাওলানা ক্বারি উবায়দুর রহমান ও মাওলানা আব্দুল মন্নান জালালাবাদি, সহ সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুতাসিম বিল্লাহ জালালি ও মুফতি মাহবুবুল হক, অর্থসম্পাদক মুফতি সৈয়দ নাছির উদ্দিন, সহ অর্থসম্পাদক মুফতি অজিরুল ইসলাম রাহমানি, প্রচার সম্পাদক মাওলানা শহিদুর রহমান শুহেদ, সহ প্রচার সম্পাদক মাওলানা আফতাব উদ্দিন নূমানি, সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আছাদুজ্জামান, নির্বাহি সদস্য যথাক্রমে মাওলানা জাকারিয়া মাসুক, মাওলানা জিয়া উদ্দিন ও মাওলানা জয়নুল ইসলাম প্রমূখ।
উল্লেখ্য গতকাল (৪ জুন শনিবার) দিবাগত রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে এখন পর্যন্ত ৬ ফায়ার সার্ভিসের কর্মীসহ নিহত হয়েছেন ২৬ জন এবং আহত ৫ শতাধিক।