সীতাকুণ্ডের সোনাইছড়িতে সড়কের বেহাল দশা: লোহা বোঝাই ট্রাক উল্টে খাদে

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুলাই ২০ ২০২০, ১৯:২৪

মোঃ মামুনুর রশিদ মাহিন- সীতাকুণ্ড(চট্রগ্রাম)প্রতিনিধি:

চট্রগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ড বকতারপাড়া এলাকায় একটি লোহা বোঝাই ট্রাক উল্টে খাদে গিয়ে পড়ে যায়।

সোমবার (২০ জুলাই ২০)উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বকতারপাড়া এলাকায় দুপুর ১টায় দিকে একটি লোহা বোঝাই ট্রাক শিপইয়ার্ড থেকে মাল নিয়ে যাওয়ার সময় উল্টে সড়কের পাশের খালে পড়ে যায়।

এসময় স্থানীয় এলাকাবাসী গাড়ির ড্রাইভার ও হেলপারকে উদ্ধার করে।এতে দুইজনকে গুরুতর আহত অবস্থায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে জানা যায়।

স্থানীয়রা এলাকাবাসী জানান,সোনাইছড়ি ইউনিয়নের বকতারপাড়া এই সড়কটি সংস্কারের অভাবে অযত্ন-অবহেলায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ভেঙে পড়া সড়ক পথে চলতে গিয়ে প্রতিনিয়ত বিড়ম্বনা ও দুর্ঘটনার শিকার হচ্ছে এলাকাবাসী। বকতারপাড়া সড়কটি জাতীয় অর্থনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ন ভ’মিকা পালন করলেও সংস্করের উদ্যোগ নেই দীর্ঘ বছর ধরে। ফলে পুরো রাস্তাজুড়ে করুনদশার সৃষ্টি হয়ে ঝুকিপূর্ন সড়কটি পরিনত হয়েছে মরন ফাঁদে।

উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বকতারপাড়া এ সড়ককে কেন্দ্র করে সমূদ্র উপকূলে দেশের বৃহত্তম শীপ ব্রেকিং শিল্প গড়ে উঠায় অর্থনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ন হয়ে উঠে গ্রামীন এই জনপদ। কিন্তু শীপ ইয়ার্ডকে ঘিরে জনপথে হরদম ভারী যানবাহন চলতে থাকায় দিনে দিনে রাস্তাটি অস্তিত্ব হারিয়ে জন দুর্ভোগের কারন হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ স্থানীয়রা।

দেশের বৃহত্তম লৌহজাত কাঁচামালের যোগান দিচ্ছে সমুদ্র উপকুলে গড়ে উঠা শীপ ব্রেকিং ইয়ার্ড। প্রায় ১০টি ইয়ার্ডের মালামাল সরবাহের গ্রামে সড়কগুলো হচ্ছে অন্যতম মাধ্যম। যে কারনে মালামালবাহী ভারী যানবাহনে গ্রামের রাস্তা দিয়ে চলতে থাকায় সম্পূর্ন বিলিন হয়ে পড়েছে পুরো রাস্তা। পরিস্থিতি এমন হয়ে উঠেছে উচু-নিচু টিলা, খানা কন্দে বিশিষ্ট রাস্তায় হেটে চলা মুশকিল।

এ অবস্থায় চলাচল কঠিন হয়ে উঠায় চরম ঝুকির মধ্যে বসবাস করতে হচ্ছে।’ অথচ প্রায় দেড় থেকে দুই কিলোমিটার রাস্তা জুড়ে করুন অবস্থার সৃষ্টি হলেও সংস্কারে নিয়ে সব সময় জনপ্রতিনিধিরা উদাসীনতা দেখিয়ে চলছেন বলে জানান স্থানীয়রা।

সোনাইছড়ি বকতারপাড়া এই সড়কে দৈনিক প্রায় ৫০টির মত ভারী গাড়ি চলাচল করায় রাস্তার অস্তিত্ব বিলীন হয়ে জনগনের বিষফোটায় পরিনত হয়েছে। দেশের অর্থনীতির ক্ষেত্রে সড়কটি গুরুত্ববহন করলেও সংস্কার অভাবে ঝুকিপূর্ন হয়ে উঠেছে। জনপ্রতিনিধিদের নিরাবতায় প্রতিনিয়ত জনদুর্ভোগ চরম আকার ধারন করছে বলে জানা যায়।

তাই এই সড়কে বড় ধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এখনই রাস্তা সংস্কার জরুরি বলে মনে করছেন এলাকাবাসী।