সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ত্রাণের দাবিতে মহাসড়ক অবরোধ
একুশে জার্নাল ডটকম
এপ্রিল ১৮ ২০২০, ১৫:০৪

মোঃ মামুনুর রশিদ মাহিন
চট্রগ্রাম জেলার সীতাকুণ্ডে উপজেলার ভাটিয়ারীর বিস্কুট ফ্যাক্টরী এলাকায় ত্রাণের দাবিতে কিছু অস্থায়ী বাসিন্ধা ও নিম্ন আয়ের মানুষ এ মহাসড়ক অবরোধ করেন।
শুক্রবার (১৭ এপ্রিল ২০) উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের হাছনাবাদ,বিস্কুট ফ্যাক্টরী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাই পাস মোড়ে অস্থায়ী বাসিন্ধা ত্রাণের দাবিতে অবরোধ করে বিক্ষোভো করেন,এই সময় মহাসড়কে পণ্যবাহী গাড়ির চলাচলপথ বন্ধ হয়ে যায়।তীব্র যানজট সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে উপজেলার ভাটিয়ারীর বিস্কুট ফ্যাক্টরী এলাকায় ত্রাণের দাবিতে কিছু অস্থায়ী বাসিন্ধা জড়ো হয়ে মহাসড়কে গাড়ি অবরোধ করে।তারা জানান, আমরা এখানকার অস্থায়ী বাসিন্দা এখানে হাছনাবাদ গ্রামের বিভিন্ন ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকি।এখানকার স্থায়ী না হওয়ায় ইউনিয়ন পরিষদ থেকে কোন প্রকার সাহায্য পাই না।কোরোনাভাইরাসের লকডাউন হওয়া বাসায় অবস্তান করছি।এর ফলে কর্মহীন হয়ে পড়েছি।আমরা চরম আর্থিক সংকটে আছি,তাই আমরা বাধ্য হয়েই রাস্তায় অবরোধ করেছি।এই ছাড়া আমাদের কোন উপায় ছিলনা।
এই বিষয়ে ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দিন বলেন,এ ওয়ার্ডটি অনেক বড়, এখানে বহু অন্য জেলার লোকজন বাস করে, পরিষদ ও সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম এর পক্ষ থেকেও ৩০০ পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। ১৩ হাজার মানুষের বাস এ ওয়ার্ডে সবাইকে একসাথে ত্রাণ দেওয়া সম্ভব হয়না,পর্যায়ক্রমে সবাইকে দেওয়া হবে। পরবর্তীতে তাদের বুঝিয়ে ফেরত পাঠানো হয়েছে।এর পর মহাসড়কে গাড়ি চলাচল শুরু হয়।