সীতাকুণ্ডের বিভিন্ন এলাকায় হঠাৎ মাথা ন্যাড়া করার হিড়িক
একুশে জার্নাল ডটকম
এপ্রিল ১৯ ২০২০, ২০:৪৮

চট্রগ্রামের সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন এলাকায় হঠাৎ করে একই সাথে এত মানুষের মাথা ন্যাড়া করার বিষয়টি নিয়ে অনেকটা হাস্যরস সৃষ্টি হয়েছে ।
করোনা ভাইরাসের কারণে লকডাউন থাকায় ঘরবন্দি হয়ে পড়েছেন মানুষ। শিক্ষা প্রতিষ্ঠানে লম্বা ছুটি ও সেলুন বন্ধ। এই সময়টা কাজে লাগিয়ে মাথা ন্যাড়া করার হিড়িক পড়ে গেছে উপজেলার বিভিন্ন এলাকায়। বিশেষ করে উঠতি বয়সী তরুণদের মধ্যে এ প্রবণতা বেশি দেখা যাচ্ছে।
কেউ কেউ মাথা ন্যাড়া করে সেই ছবি পোস্ট করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আবার কেউ সমবয়সী বন্ধুদের পাল্লায় পড়ে মাথা ন্যাড়া করছেন। হঠাৎ করে একই সাথে এত মানুষের মাথা ন্যাড়া করার বিষয়টি নিয়ে অনেকের কাছে হাস্যরস সৃষ্টি হয়েছে।
উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বকতারপাড়া এলাকার মোবারক হোসেন জানান, প্রচণ্ড গরমে থাকতে না পেরে আমি চুল ফেলেছি। আমার দেখা দেখি গ্রামের সমবয়সী ১০-১৫ জন এক সাথে ন্যাড়া হয়েছে।সরকারি নির্দেশে সেলুন দোকান বন্ধ থাকায়, অনেকেই বাড়িতে বসে মাথা ন্যাড়া করছে।