সীতাকুণ্ডের ফকিরহাটে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ৪
একুশে জার্নাল
জুন ১০ ২০২০, ০১:০১
মোঃ মামুনুর রশিদ মাহিন- সীতাকুণ্ড (চট্রগ্রাম) প্রতিনিধি: আজ মঙ্গলবার (৯ জুন ২০) উপজেলার পৌরসভাধীন ফকিরহাট মাজার গেইট এলাকায় বিকাল আড়াই দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে সীতাকুণ্ড বাজারমুখী একটি সিএনজি দ্রুত গতিতে যাওয়ার সময় অপর দিক থেকে আসা একটি মিনি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে হয়। এতে সিএনজি অটোরিক্সা দুমড়ে-মুচড়ে যায়। এমন সময় একটি কাভার্ড ভ্যান এসে, দাঁড়িয়ে থাকা মিনি ট্রাকটিকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে এক সিএনজির যাত্রীসহ গুরুতর আহত হয় ৪ জন।
চট্রগ্রাম জেলার সীতাকুণ্ডের উপজেলার ফকিরহাট এলাকায় সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের এই দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে,সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন টিমের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং গুরুতর আহত দুইজনকে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতলে পাঠানো হয়।
আহতরা হলেন,উপজেলার মুরাদপুর ইউনিয়নের গুপ্তাখালী গ্রামের মোঃ নুরুজ্জামানের পুএ নুর মোহাম্মদ (৩৫),এবং ঐ এলাকার মোঃ বাদশা মিয়ার পুএ মোঃ আলতাফ হোসেন(২৬), বাঁশবাড়ীয়া ইউনিয়নের বাসিন্দা মৃত মোঃ আলম উদ্দিনের পুএ মোঃ আজম উদ্দিন (৩০),ও একই এলাকার শামছুদ্দিনের পুএ মোঃ তসলিম উদ্দিন (৩৫)
বলে জানা যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন, সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ শরিফুল ইসলাম।