সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডে হতাহতদের জন্য ৩০ লক্ষ টাকা বাজেট ঘোষণা জামায়াতের
একুশে জার্নাল ডটকম
জুন ০৬ ২০২২, ০৪:২৭
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড এবং বিস্ফোরণের ঘটনায় আহত ও নিহতদের জন্য ৩০ লক্ষ টাকা বাজেট ঘোষণা করেছে জামায়াতে ইসলাম বাংলাদেশ।
রোববার (৫ জুন) ঘটনাস্থল পরিদর্শনকালে জামায়াতে ইসলাম বাংলাদেশ-এর আমীর ডা. শফিকুর রহমান এই বাজেট ঘোষণা করেন।
বাজেটের পরিমাণ আরো বাড়তে পারে বলে জানিয়ে জমায়াত আমীর বলেন, আমদের সর্বোচ্চ সামর্থ অনুযায়ী এই ঘটনায় আহত ও নিহতদের পাশে থাকব ইনশা-আল্লাহ। আপাতত প্রাথমিকভাবে আমাদের সংগঠনের পক্ষ থেকে ৩০ লক্ষ টাকা ঘোষণা করছি।
তিনি বলেন, আমাদের স্থানীয় কর্মীরা আগামীকাল থেকেই কাজ করে যাচ্ছেন এবং যাবতীয় প্রয়োজনে তারা সবসময় পাশে থাকবেন।
অগ্নিকাণ্ডের ঘটনায় কারো দোষ থাকলে তাদের দ্রুত চিহ্নিত করে শাস্তির আওতায় আনার আহ্বান জানিয়ে জামায়াত আমীর বলেন, ইতোমধ্যে সরকার কর্তৃক আহত-নিহতদের জন্য অনুদান ঘোষণা করা হয়েছে। আমি মনে করি এটা মোটেই ইনসাফ করা হয়নি বরঞ্চ জীবন নিয়ে উপহাস করা হয়েছে। আমরা দাবি করেছি, অন্তত কমপক্ষে প্রতি পরিবারকে যেন ১০ লক্ষ টাকা করে দেওয়া হয়।