সিয়াম সাধনা ও তাকওয়া অর্জনই মাদক মুক্ত সমাজ উপহার দিতে পারে:মাওলানা সাখাওয়াত হোসাইন
একুশে জার্নাল
জুন ০৪ ২০১৮, ০৭:৫২
খেলাফত মজলিস খুলনা জেলা শাখার ইফতার মাহফিল গতকাল শনিবার জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি দলের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন বলেন সিয়াম সাধনা ও তাকওয়া অর্জনই মাদক মুক্ত সমাজ উপহার দিতে পারে। সভাপতিত্ব করেন দলের জেলা সভাপতি মাওলানা এমদাদুল হক।
বিশেষ অতিথি ছিলেন দলের খুলনা জোন পরিচালক মাওলানা আইয়ুব আলী। জেলা শাখার সাধারণ সম্পাদক ও রূপসা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ যোবায়েরের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন নগর বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, জেলা বিএনপি’র সভাপতি এড. এসএম শফিকুল আলম মনা।
উপস্থিত ছিলেন দলের নগর সভাপতি মাওঃ গোলাম কিবরিয়া, উত্তর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওঃ কবিরুল ইসলাম, জামাতে ইসলামীর নগর সেক্রেটারী অধ্যাপক মাহফুজুর রহমান, খেলাফত মজলিসের খুলনা জোনের সহকারী মাওঃ নাসির উদ্দিন, বিজেপির নগর সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সেন্টু, জামায়াতে ইসলামীর নগর সহ-সম্পাদক এড.শাহ আলম, জামায়াতে ইসলামীর জেলা সহ-সেক্রেটারী মুন্সি মুইনুল ইসলাম, খেলাফত মজলিসের মাওঃ নাসির উদ্দিন, জামায়াতে ইসলামীর এড. জাহাঙ্গীর হোসেন হেলাল, মাওঃ আলী আহমাদ, এড. শহিদুল ইসলাম, মাওঃ আবু সাইদ, মুফতি আজিজুর রহমান ,মাও ঃ শফিকুল ইসলাম, মাওঃ আবুল হোসেন, হাফেজ শফিকুর রহমান, শেখ মোঃ জাকারিয়া, হাফেজ শোয়াইবুর রহমান, মাওঃ সালাহউদ্দিন, শেখ মিজানুর রহমান, হাফেজ ওয়াহিদ্জুামান, ইমদাদুল্লাহ আজমী ডলিম, কারী আকতারুজ্জামান, মোঃ আকরামুল ইসলাম, মোঃ মামুনুর রশীদ, মোঃ মাসুম বিল্লাহ, ছাত্র মজলিসের মোঃ শাহীন শেখ প্রমুখ