সিয়ানাহ ট্রাস্টের ‘ফিকহুস সিয়াম’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন
একুশে জার্নাল ডটকম
মার্চ ৩০ ২০২২, ২৩:৫১
সিলেট নগরীতে সিয়ানাহ ট্রাস্টের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে সাওম, সালাতুত তারাবি, ইফতার, সেহরি, এতেকাফসহ আধুনিক মাসআলার বিশদ আলোচনা সম্বলিত ‘ফিকহুস সিয়াম’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার (৩০ মার্চ) বেলা ২টা থেকে নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলে সিয়ানাহ ট্রাস্টের পরিচালক ও আম্বরখানা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি জিয়াউর রহমান এর সভাপতিত্বে প্রকাশনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জামেয়া কাসিমুল উলূম দরগাহ এর শায়খুল হাদিস মুফতি মুহিব্বুল হক গাছবাড়ী, শামীমাবাদ জামেয়ার মুহতামিম হাফিজ মাওলানা সৈয়দ শামীম আহমদ, দরগাহ মাদরাসার মুহাদ্দিস মুফতি আবুল খায়র বিথঙ্গলী, ফরিদাবাদ জামেয়ার মুহতামিম হাফিজ মাওলানা ফখরুযযামান, কাজিরবাজার মাদরাসার মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ।
সদস্য সচিব মুফতি আবদুল হামিদ সাকিব ও সদস্য মাওলানা আবদুল্লাহ মনসুর এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে ‘ফিকহুস সিয়াম’ গ্রন্থের লেখকরা নিজ নিজ বিষয়ের উপর সংক্ষিপ্ত আলোচনা পেশ করেন।
প্রকাশনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-ট্রাস্টের অর্থসচিব হাফিজ মাওলানা আসআদ বিন সিরাজ, সদস্য মাওলনা মুশফিকুর রহমান মামুন, মাওলানা রফিকুল ইসলাম জাকারিয়া, মুফতি সায়েম কাসিমী, মুফতি রুহুল আমীন শাহার, মুফতি আশরাফ আহমদ, মুফতি মুহাম্মাদ মারুফ, মাওলার হাবীবুল হক, হাফিজ মাওলানা আশরাফ উদ্দীন চৌধুরী, হাফিজ মাওলানা আবু সুফিয়ান নাসিম, মাওলানা নোমান সাদী, হাফিজ মাওলানা সাদিকুর রহমান, মুফতি আহমদুল হক উমামা, মাওলানা মিসবাহুর রহমান শামীম, মুফতি মিনহাজ উদ্দিন মিলাদ, হাফিজ মাওলানা খলিল বিন এখলাস প্রমুখ।