সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর ৫৮তম জন্মদিন আজ
একুশে জার্নাল
নভেম্বর ২২ ২০১৮, ১৯:২০
সিলেট সিটি কর্পোরেশনের জননন্দিত মেয়র আরিফুল হক চৌধুরীর ৫৮তম জন্মদিন আজ।
১৯৫৯ ইংরেজী সনের ২৩ নভেম্বর এই দিনে আরিফুল হক চৌধুরী নগরীর কুমারপাড়ায় একটি সম্ভান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তার পিতা মরহুম মো. শফিকুল হক চৌধুরী এবং মাতা আমিনা খাতুন। মেয়র আরিফুল হক চৌধুরীর ৫৮তম জন্মদিন উপলক্ষে নগরীর সর্বস্থরের নাগরীকদের শুভেচ্ছা জানিয়ে বলেন, মহান রাব্বুল আল আমিনের অশেষ করুনা ও দয়ায় আজ আমি ৫৮ বছর অতিক্রম করেছি। এজন্য আল্লাহ রাব্বুল আল আমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। মহান আল্লাহ যেন আমার বাকি জীবনটুকু নগরবাসীর কল্যাণে উৎসর্গ করেন এই কামনা করছি। বাকি জীবনে চলার পথে মহান আল্লাহর দরবারে তার জন্য সবসময় দোওয়া ও সহযোগিতা করার জন্য নগরবাসীর প্রতি আহবান জানান তিনি।