সিসিক মেয়র আরিফকে প্রাণনাশের হুমকি
একুশে জার্নাল ডটকম
সেপ্টেম্বর ২৮ ২০১৯, ১৫:৪০
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে প্রাণনাশের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশংকায় সিলেট কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি নম্বর ২১৯০) করেছেন সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা শাহাব উদ্দিন শিহাব।
সিসিকের জনসংযোগ কর্মকর্তা শাহাব উদ্দিন শিহাব জিডি দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
জিডিতে তিনি উল্লেখ করেন, মেয়র আরিফুল হক চৌধুরীর মোবাইলে শনিবার সকাল ১০টার দিকে ০১৭১২১৩২৫৯৮ ও ০১৯২১৮৭৪৬৮১ দুটি নম্বর থেকে কল করে অশ্রাব্য ভাষায় গালাগালি ও প্রাণনাশের হুমকি দেয়। এতে তিনি নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশংকায় থানায় সাধারণ ডায়েরি করেছেন।