সিলেট ২ ও ৩ আসনে খেলাফত মজলিস প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
একুশে জার্নাল
নভেম্বর ২৭ ২০১৮, ১৯:১৯
একুশে জার্নাল সিলেট: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের দুটি আসনে মনোনয়নপত্র দাখিল করেছে খেলাফত মজলিস। মঙ্গলবার তারা সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
আসন দুটির মধ্যে সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে দলের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী এবং সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন মনোনয়নপত্র দাখিল করেন।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ( সম্প্রসারিত ২৩ দলীয় জোট) অন্যতম শরীক খেলাফত মজলিস। সিলেটের এ দুটি আসনের জোটের সমর্থন পেতে দীর্ঘদিন ধরে তৎপরতা চালিয়ে যাচ্ছে দলটি।
এ সময় সিলেট-২ আসনের সংসদ সদস্য প্রার্থী দলের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী বলেন, খেলাফত মজলিসের পক্ষ থেকে আমি মনোনয়ন জমা দিয়েছি। বিশ দলীয় জোটের পক্ষ থেকে প্রার্থী বাছাই-মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হওয়া পর্যন্ত আমাদের দাবি অব্যাহত থাকবে। বিএনপি জোটের দায়িত্বশীল দল হিসেবে খেলাফত মজলিসের চাহিদার প্রেক্ষিতে যথেষ্ট সম্মান প্রদর্শন করবে। আর বিএনপি দায়িত্বশীলতার পরিচয় দিতে ব্যর্থ হলে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী দলীয় প্রতীক দেয়াল ঘড়ি নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় থাকবো।
তিনি বলেন, জোট কোন দল নয়; জোট মানে পার্টনারশীপ। এক্ষেত্রে আমাদের চাহিদা পূরণে ব্যর্থ হলে নিবন্ধিত দল হিসেবে আমরা আমাদের সিদ্ধান্ত নেব। সেভাবেই নির্বাচনে অংশ নেব। যেখানে প্রার্থী থাকবে না সেখানে আমরা জোটের প্রার্থীর পক্ষে কাজ করবো।
মুহাম্মদ দিলওয়ার হোসাইন বলেন, দীর্ঘদিন ধরে সিলেট-৩ আসনের উপজেলাগুলোতে কাজ করে যাচ্ছি। বালাগঞ্জের উপজেলা ভাইস চেয়ারম্যানও আমাদের দলের। আমরা ভালো ফলাফলের ব্যাপারে আশাবাদী।
মনোনয়নপত্র দাখিলকালে দলের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর অধ্যক্ষ মাসউদ খান, কেন্দ্রীয় নায়েবে আমীর হাফিজ মাওলানা মজদুদ্দিন আহমেদ, সিলেট জেলা সহ-সভাপতি মাওলানা ক্বারী সিরাজুল ইসলাম, মাওলানা শামসুদ্দিন মো. ইলিয়াছ, মহানগর সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল হান্নান, জেলার সাধারণ সম্পাদক মাওলানা নেহাল আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মখলিসুর রহমান, অ্যাডভোকেট ফজর আলী, মাওলানা ওলিউর রহমান, বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আসগর, জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল ওয়াদুদ, সমাজকল্যাণ সম্পাদক হাফিজ সৈদুর রহমান চৌধুরী, অফিস সম্পাদক মাওলানা আশিকুর রহমান, বায়তুলমাল সম্পাদক হাফিজ শিব্বির আহমদ, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুম, বিশ্বনাথ উপজেলা সভাপতি মাওঃ আব্দুল মতিন, ওসমানীনগর উপজেলা সেক্রেটারী মাওঃ শুয়াইব আহমদ, সহ সেক্রেটারী মাওঃ লুৎফুর রহমান জুনাইদ, বালাগন্জ উপজেলা সভাপতি মাওঃ হুসাইন আহমদ আওলাদ, সেক্রেটারী আবুল কাশেম অফিক সহ নির্বাচনী এলাকার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।