সিলেট-২ আসন নিয়ে বিপাকে বিএনপি; লুনা নাকি মুনতাসির আলী?

একুশে জার্নাল

একুশে জার্নাল

নভেম্বর ১৩ ২০১৮, ২৩:৪৪

একুশে জার্নাল ডেস্ক :একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বালাগঞ্জ-বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে সংসদ প্রার্থী হিসেবে নির্বাচন করতে খেলাফত মজলিসের মনোনয়ন পেয়েছেন দলের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী।

দলের সমর্থন পাওয়ার পরপরই তিনি গণসংযোগে নেমে পড়েছেন। গণসংযোগের পাশাপাশি বিগত বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনের পাশে দাঁড়িয়ে দুর্গতদের সাধ্যমত ত্রাণ সহায়তা প্রদান করেছেন ও বিভিন্ন স্কুল, মাদ্রাসা, মসজিদ ও সংগঠনকে আর্থিক সহায়তা করে যাচ্ছেন। এলাকার গরীব-নিরীহ লোকেদের ঘর নির্মান সহ বিভিন্ন সহায্য সহযোগিতা করে যাচ্ছেন।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতার জন্য খেলাফত মজলিসের পক্ষ থেকে সিলেট জেলায় দুজন প্রার্থীকে মনোনয়ন চাইবে ২০ দলীয় জোটের কাছে। একটি সিলেট-২ আসনে মুহাম্মদ মুনতাসীর আলী ও সিলেট-৩ আসনে সিলেট জেলা খেলাফত মজলিসের যুগ্ম সম্পাদক দিলওয়ার হোসাইন। বিষয়টি এরই মধ্যে ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদেরও অবহিত করা হয়েছে। দলের নেতা-কর্মীরা জানিয়েছেন, জোটের মনোনয়ন না পেলেও এ দুজন প্রার্থী নির্বাচনের ব্যাপারে অনড় রয়েছেন। প্রয়োজনে তারা দলের পক্ষ থেকে এককভাবে নির্বাচন করবেন।

দলীয় সূত্র জানায়, তাদের নেতা-কর্মীরা এই দু প্রার্থীর ব্যাপারে যথেষ্ট ইতিবাচক মনোভাব নিয়ে মাঠে নিরলস কার্যক্রম ও প্রচারণা চালাচ্ছেন। নির্বাচনী এলাকায় প্রতিদিন তারা সকাল থেকে রাত অবধি কর্মীদের নিয়ে গ্রাম থেকে গ্রামে চষে বেড়াচ্ছেন। তাদের দুই প্রার্থী পরিচ্ছন্ন ইমেজের অধিকারী।

অন্যদিকে সিলেট-২ আসনে বিএনপির পক্ষ থেকে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রশীদ লুনাকে প্রার্থী ঘোষণা করার চিন্তা ভাবনা করছে দলটি। কিন্তু জোটগতভাবে প্রার্থী বাছাই হলে এই সিটে মুনতাসীর আলীকেই বাছাই করতে হবে বলে খেলাফত মজলিস এখনো অনড়। অন্যথায় এই আসনে আলাদা ভাবে নির্বাচন করবে বলেও জানিয়েছে দলটি। এ নিয়ে বিপাকে পড়েছে ২০ দলীয় জোটের বড় দল বিএনপি।

তাছাড়া এর বাইরে সিলেট বিভাগের আরো কয়েকটি আসনে খেলাফত মজলিস প্রার্থীরা তৎপরতা চালাচ্ছেন । দলের কেন্দ্রীয় কমিটির হাতে সিলেট বিভাগের ১৯টি আসন থেকে দলীয় অন্তত ১৩ প্রার্থীর নামের একটি তালিকা পৌঁছেছে। এই তালিকা থেকে ২০ দলীয় জোটের সঙ্গে আলাপ-আলোচনা করে সমঝোতার ভিত্তিতে খেলাফত মজলিস সংসদ সদস্য প্রার্থী দিবে।

কিন্তু সিলেট-২ (বিশ্বনাথ-বালাগঞ্জ-ওসমানীনগর) আসনে খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলীকে ও সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ) আসনে সিলেট জেলা খেলাফত মজলিসের যুগ্ম সম্পাদক দিলওয়ার হোসাইনকে জোটের বাইরে গিয়ে হলেও একক প্রার্থী দেওয়ার চিন্তাভাবনা করছে দলটি। খেলাফত মজলিসের এই দু নেতা সিলেটে নিজ নিজ আসনে কল্যাণমূলক কাজ ব্যাপৃত রয়েছেন। নির্বাচনী মাঠে তারা চালাচ্ছেন সরব প্রচারণা।

তবে কে হবেন সিলেট-২ আসনের ২০ দলীয় প্রার্থী, সেটা জানতে জোটের হাইকমান্ডের ঘোষণার অপেক্ষায় দু’দলের নেতা-কর্মীরা। কয়েকদিনের মধ্যেই হয়তো জানা যাবে কে হচ্ছেন সিলেট-২ আসনের প্রার্থী। সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে এটা স্পষ্ট যে, সিলেট-২ আসন নিয়ে বড় বিপাকে পড়েছে ২০ দলীয় জোটের প্রধান দল বিএনপি।