সিলেট-২ আসনের এমপি মোকাব্বির খানের শয্যাপাশে সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী
একুশে জার্নাল
মার্চ ১৫ ২০২০, ১৩:১৪

গুরুতর অসুস্থ গণফোরামের নির্বাহী সভাপতি ও সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খানকে দেখতে হাসপাতালে গেছেন একই আসনের সদ্য সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির যুগ্ন মহাসচিব ইয়াহইয়া চৌধুরী এহিয়া। এসময় হাসপাতালে এক রাজনৈতিক সম্পীতির অনন্য নজির দেখা যায়। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, গণফোরাম সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
শনিবার সন্ধ্যায় নগরীর একটি বেসরকারী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে দেখতে যান। সাবেক এই সংসদ সদস্য বর্তমান সংসদ সদস্যের শয্যাপাশে বেশ কিছু সময় অতিবাহিত করেন এবং তার চিকিৎসার খোঁজখবর নেন।
এসময় উপস্থিত ছিলেন- পার্কভিউ মেডিকেল কলেজ হসপাতালের সহকারী অধ্যাপক ডা. শাকির আহমদ শাহিন, জাতীয় অনলাইন প্রেসক্লাবের সিলেট বিভাগীয় সমন্বয়ক এম. সাইফুর রহমান তালুকদার, বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দাল মিয়া, ওসমানীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া, সাদিপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রব, অলংকারী ইউপি চেয়ারম্যান রুহেল মিয়া, দয়ামীর ইউপির সাবেক চেয়ারম্যান নুনু মিয়া, আজকের সিলেট এর ওসমানীনগর প্রতিনিধি জুবের খান প্রমূখ।
এসময় সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী মোকাব্বির খানের দ্রুত সুস্থতা কামনা করে নির্বাচনী এলাকার জনগনের কাছে দোয়া চান। বর্তমান এমপি যেন দ্রুত সুস্থ হয়ে জনগনের সেবা করতে পারেন এই দোয়া চান।
প্রসঙ্গত, মোকাব্বির খান গত দুই আগে গুরুতর শারিরিক অসুস্থতা নিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। পরে চিকিৎসকদের পরামর্শক্রমেই তিনি একটি বেসরকারী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।