সিলেট-২এর এম পি প্রার্থী জননেতা মুনতাসির আলীর সমর্থনে ৩নং পশ্চিম পৈলনপুরের হাজিপুর জিয়াপুরে উঠান বৈঠক অনুষ্ঠিত।

একুশে জার্নাল

একুশে জার্নাল

নভেম্বর ১৪ ২০১৮, ১৭:২৬

একুশে জার্নাল ওসমানীনগরঃ আজ ১৪ নভেম্বর ১৮ইং বুধবার বাদ এশা ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের ১-২-৩ নং ওয়ার্ড শাখার আয়োজনে সিলেট ২ আসনের এম পি প্রার্থী ২০ দলীয় জোটের শীর্ষ নেতা খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব আলহাজ্ব মোহাম্মদ মুনতাসির আলীর সমর্থনে এক উঠান বৈঠক বড় হাজীপুর এর ইসলাম পুর গ্রামে অনুষ্ঠিত হয়। এতে কোরআনে পাক থেকে তিলাওয়াত করেন জননেতা মুনতাসির আলীর পশ্চিম পৈলনপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মাওঃ সাইফুদ্দীন মাজমুন ।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট ২ আসনের এম পি প্রার্থী ২০ দলীয় জোটের শীর্ষ নেতা খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব আলহাজ্ব মোহাম্মদ মুনতাসির আলী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সংগ্রামী সেক্রেটারী মাওঃ নেহাল আহমদ। বিশিষ্ট ব্যাবসায়ী মোহাঃ ইকবাল আহমদ। উপজেলা শাখার জয়েন্ট সেক্রেটারী মাওঃ লুৎফুর রহমান জুনাইদ, সহ সাংগঠনিক সম্পাদক মাওঃ শাহিনুল হক।ছাত্র মজলিস সিলেট জেলা শাখার বায়তুল মাল সম্পাদক মাওঃ মুজাম্মিল আহমদ, ওসমানীনগর উপজেলা ছাত্র মজলিস সভাপতি মোঃ মুজাক্কির আহমদ নাজু। সাবেক সভাপতি মুফতি মিনহাজুদ্দীন মিলাদ। সংগঠনের পশ্চিম পৈলনপুর ইউ পি সভাপতি হাঃ আব্দুল্লাহ কাপ্তান, সেক্রেটারী ক্বারী জামিল আহমদ প্রমুখ।
উঠান বৈঠকে ইউনিয়নের ১-২ ও ৩ নং ওয়ার্ডে মুনতাসির আলীর নির্বাচন পরিচালনার জন্য সেন্টার কমিটি গঠন করা হয়।