সিলেট ২আসন থেকে খেলাফত মজলিস নির্বাচন করবে _মুহাম্মদ মুনতাসির আলী

একুশে জার্নাল

একুশে জার্নাল

সেপ্টেম্বর ০৭ ২০১৮, ১৪:১৪

খেলাফত মজলিস ওসমানীনগর উপজেলা শাখার উদ্দ্যোগে ইউনিয়ন শাখা সমুহের দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত তরবিয়তি মজলিসে প্রধান অতিথির বক্তৃতায় সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জননেতা মুনতাসির আলী বলেন, কার গোলা খালি হল আর গোলা ভরলো সেটা বিবেচ্য বিষয় নয়; আগামী নির্বাচনে সিলেট ২আসন থেকে খেলাফত মজলিস নির্বাচন করবে, ইনশা আল্লাহ।
তিনি বলেন, সাম্রাজ্যবাদীদের ক্রীড়নক হয়ে নয়, রাসূলের আদর্শ বাস্তবায়নের জন্য খেলাফত মজলিস কাজ করছে।

তাজপুর কদমতলাস্থ শেরাটন পার্টি সেন্টারে উপজেলা শাখার সভাপতি মাওলানা হোসাইন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা শুয়াইব আহমদের পরিচালনায় উক্ত তরবিয়তি মজলিসে দারসে কুরআন পেশ করেন জেলা অফিস সম্পাদক মাওলানা আশিকুর রহমান।
বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা নেহাল আহমদ সহ সাধারণ সম্পাদক মাওলানা ওলিউর রহমান ও সমাজকল্যাণ সম্পাদক হাফিজ ছইদুর রহমান চৌধুরী।

প্রধান অতিথি জননেতা মুনতাসির আলী প্রায় ঘন্টা খানেক সংগঠন সম্প্রসারণ, সংগঠনের মজবুতি ও কাজ করার কর্ম পদ্ধতি সম্পর্কে সারগর্ভ আলোচনা পেশ করেন। তিনি বলেন, খেলাফত মজলিস গতানুগতিক কোনো রাজনৈতিক দল বা সংগঠন নয়। এদেশের আলেম-উলামা আধুনিক শিক্ষিত দ্বীনদার বুদ্ধিজীবীদের সমন্বয়ে গঠিত এই সংগঠনকে তৃণমুল পর্যায়ে জনগণের দোরগোড়ায় পৌছে দেয়ার জন্য সর্বাত্বক প্রচেষ্টা চালাতে হবে। উপজেলার প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে সংগঠনের গণ ভিত্তি তৈরী করার জন্য ইউনিয়ন দায়িত্বশীলগন আরো সচেতন ও সক্রিয় ভূমিকা রাখতে হবে। প্রত্যেক দায়িত্বশীলকে সৎ যোগ্য কর্মঠ ও উদ্দ্যোমী হতে হবে।

তরবিয়তি মজলিসে প্রত্যেক ইউনিয়নের নির্ধারিত ডেলিগেটবৃন্দ ছাড়াও উপজেলা শাখার দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।