সিলেট-১ আসনে হাতপাখার শেষ নির্বাচনী জনসভায় মানুষের ঢল
একুশে জার্নাল ডটকম
ডিসেম্বর ২৭ ২০১৮, ১৬:২৭
সিলেট ব্যুরো: সিলেট-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুহতারাম আমীর পীর সাহেব চরমোনাই মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্জ্ব মাওলানা রেদওয়ানুল হক চৌধুরী রাজু’র হাতপাখার সমর্থনে নির্বাচনী শেষ জনসভায় হাজারো মানুষের সমাগম হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৭ডিসেম্বর’১৮) বেলা ২টা সিলেটের বটেশ্বর থেকে শুরু হয়ে জিন্দাবাজার হয়ে জালালাবাদ থানা সহ-নির্বাচনী বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে,পরে বিশাল মিছিল শোডাউন দক্ষিণ সুরমা কদমতলী গিয়ে জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় মাওলানা রেদওয়ানুল হক চৌধুরী রাজু বলেন,রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে দুর্নীতি,রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অর্থ চুরি,শেয়ারবাজার জালিয়াতি করে ক্ষুদ্র একদল রাতারাতি ধনী-অতিধনী হয়ে যাচ্ছে। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। পথে-ঘাটে, নদীতে মানুষের লাশ পড়ে আছে। দিন দিন গুমের সংখ্যা বাড়ছে। তাদের অত্যাচার নির্যাতনে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে আছে। তাই আগামী নির্বাচনে দুর্নীতি, গুম, খুন থেকে বাঁচতে ও দেশে ইসলামী আইন প্রতিষ্ঠা করে শান্তি প্রতিষ্ঠা করতে হাতপাখা মার্কায় ভোট প্রার্থনা করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সদস্য প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খান,ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি শেখ মুহাম্মাদ ফজলুল করিম মারুফ,সিলেট-১ আসন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আলহাজ্ব ইসহাক আহমদ,অর্থ সমন্বয়কারী মো.আব্দুল ওয়াহিদ,ইসলামী আন্দোলন সিলেট মহানগর সভাপতি নজির আহমদ,সিলেট জেলা সেক্রেটারী আলহাজ্ব হাফিজ মাওলানা ইমাদ উদ্দিন, সিলেট মহানগর জয়েণ্ট সেক্রেটারী মো.আনোয়ার হোসেন,ইশা ছাত্র আন্দোলন সিলেট মহানগর সভাপতি মো.শিহাব উদ্দিন,জেলা সাধারণ সম্পাদক আব্দুল মুক্তাদির চৌধুরী রাকিব,মহানগর অর্থ সম্পাদক আব্দুল্লাহ আরাফাত সহ-প্রমুখ।
এছাড়াও সিলেট-১ আসনের ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।