সিলেট-০১ আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার মুক্তাদির
একুশে জার্নাল ডটকম
ডিসেম্বর ০৮ ২০১৮, ১৭:৫৭
সিলেট প্রতিনিধিঃ মর্যাদাপূর্ণ সিলেট-১ আসনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির দলীয় চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন। আজ শনিবার রাত ৮টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের চূড়ান্ত মনোনয়ন ও প্রতীক বরাদ্দের চিঠি তাঁর হাতে তুলে দেয়া হয়েছে বলে একুশে জার্নালকে নিশ্চিত করেছেন সিলেট জেলা ছাত্রদল নেতা জয়নাল আবেদিন রাহেল
কে হচ্ছেন সিলেট-০১ আসনে বিএনপির প্রার্থী, এ নিয়ে চলছিলো তুমুল জল্পনা-কল্পনা
মর্যাদাপূর্ণ আসনটিতে বিএনপি তাদের ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী ও দলীয় চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে মনোনয়নপত্র প্রদান করেছিল । মনোনয়ন পেতে উভয় নেতাই ছিলেন তৎপর। তবে শেষ হাসি হাসলেন খন্দকার মুক্তাদির।
এ আসনে আওয়ামী লীগের প্রার্থী জাতিসংঘে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেন। যিনি বর্তমান সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সহোদর।