সিলেট সিটি করপোরেশনের ৩ দিনের শোক কর্মসূচি ঘোষণা

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ১৫ ২০২০, ১৫:৫৭

কে এম রায়হান: সিলেট সিটি করপোরেশনের প্রথম মেয়র ও আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য বদরউদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে সিলেট সিটি করপোরেশনে তিন দিনের শোক কর্মসূচী ঘোষণা করা হয়েছে।

শোক কর্মসূচীর আওতায় সিসিকের সকল কর্মকর্তা কর্মচারী কালো ব্যাজ ধারণ করবেন। তিন দিনের কমসূচী হিসেবে আজ(১৫ জুন) সিসিকের সকল দাপ্তরিক কাজ বন্ধ থাকবে।

সিলেট পৌরসভা ও সিলেট সিটি করপোরেশেনের বারবার নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে বদরউদ্দিন আহমদ কামরান নগরবাসির সেবায় নিয়োজিত ছিলেন।

মেয়র আরিফুল হক চৌধুরী দাবী জানিয়ে ছিলেন বদরউদ্দিন আহমদ কামরানের মরদেহ দীর্ঘদিনের কর্মস্থল সিলেট সিটি করপোরেশনে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য নিয়ে আসার। সরকারী সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্যবিধির কারণে প্রশাসন সে অনুমতি দেয়নি।