সিলেট সরকারি আলিয়া মাদরাসার ২০২০-২১ সেশনের সমাবর্তন সম্পন্ন
একুশে জার্নাল ডটকম
নভেম্বর ১৭ ২০২৪, ২২:৪৩
সিলেট সরকারী আলিয়া মাদ্রাসার কামিল ২০২০-২১ সেশনের সমাবর্তন সম্পন্ন হয়েছে। রোববার মাদ্রাসা ক্যাম্পাসে উক্ত সমাবর্তন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, ইলম অর্জনের চেয়ে আমল করাটা সবচেয়ে প্রয়োজন। আধুনিক চ্যালেঞ্জিংয়ের যুগে আমল ও আখলাকের দিক দিয়ে মাদ্রাসা ছাত্ররা সতর্ক থাকতে হবে। ইসলামের মৌলিক উৎস কোরআন, হাদিস, ইজমা ক্বিয়াস এর বাহিরে যাওয়ার সুযোগ নেই।
মাদ্রাসার প্রিন্সিপাল অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে, মাওলানা শরিফুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জামেয়া ইমদাদিয়া কিশোরগঞ্জের শায়খুল হাদীস আল্লামা শফিকুর রহমান জালালাবাদী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপাধ্যক্ষ ড. মাহমুদ ইকবালসহ অন্যান্য ডিপার্টমেন্টের প্রধানগণ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার ছাত্র প্রতিনিধি হাফিজ হিফজুর রাহমান মারুফ। আয়োজক কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- জুনেদ আহমদ, শরিফুল হক, হোসাইন আহমদ, জালাল আহমদ, নুরুল ইসলাম, হাম্মাদ হোসাইন, আজিজুল ইসলাম ও মো: আতাউল্লাহ প্রমুখ।