সিলেট মহানগর ছাত্রলীগের সেক্রেটারী স্হায়ী বহিস্কার: কমিটি বাতিল
একুশে জার্নাল
অক্টোবর ২১ ২০১৮, ১৪:১৪
সিলেট মহানগর ছাত্রলীগের সাধারন সম্পাদক আব্দুল আলিম তুষারকে ছাত্রলীগ থেকে স্থায়ী বহিস্কার করা হয়েছে। এছাড়া সিলেট মহানগর কমিটিও বিলুপ্ত করা হয়। সংগঠনের নীতি আদর্শ পরিপন্থী কাজের অভিযোগে রবিবার সন্ধায় তুষারকে বহিস্কার করা হয়।
ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারন সম্পাদক গোলাম রব্বানী স্বাক্ষরিত শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় সংগঠনের নীতি আদর্শ পরিপন্থী নৈতিকস্ফলনজনিত গুরুতর অভিযোগের সত্যতা পাওয়ায় আব্দুল আলিম তুষারকে স্থায়ী বহিস্কার করা হল এবং সিলেট মহানগর কমিটি ও বিলুপ্ত ঘোষনা করা হল।
এদিকে জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংগঠনের কার্যক্রম ত্বরান্বিত করতে মহানগর কমিটিতে পদ পত্যাশীদের জীবন বৃত্তান্ত (সিভি) আহবান করা হয়েছে বিজ্ঞপ্তিতে।