সিলেট বিভাগে মোট করোনায় আক্রান্তের প্রায় ৭৫ ভাগ রুগি সুস্থ

একুশে জার্নাল

একুশে জার্নাল

সেপ্টেম্বর ১৪ ২০২০, ১৮:২৩

কে এম রায়হান:: সিলেট বিভাগে মোট আক্রান্তের প্রায় ৭৫ ভাগ করোনা থেকে সেরে উঠেছেন ইতোমধ্যে। তাছাড়াও গত তিনদিনে এ অঞ্চলে ভাইরাসটিতে মারা যাননি কেউ।

এদিকে, সিলেটে গতকাল করোনা রোগী শনাক্ত হয়েছেন ৮৯ জন। এর মধ্যে সিলেট জেলার ৮৪, সুনামগঞ্জের ২৯ ও হবিগঞ্জের ১২ জন।বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে জানা গেছে, আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১১৯৭৮ জন। এর মধ্যে সিলেট জেলায় ৬৪৩৩, সুনামগঞ্জে ২২৫১, হবিগঞ্জে ১৬৭০ ও মৌলভীবাজার জেলায় ১৬২৪ জন।সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে আজ ভর্তি আছেন ১৩৩ জন। এর মধ্যে সিলেটে ৯০, সুনামগঞ্জে ৮, হবিগঞ্জে ১৯ ও মৌলভীবাজারে ১৬ জন।

এদিকে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১৮৭ জন। এর মধ্যে সিলেটে ৭৩, সুনামগঞ্জে ১৫, হবিগঞ্জে ৬১ ও মৌলভীবাজারে ৩৮ জন। আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৯১৭০ জন। এর মধ্যে সিলেটে ৪৭৪৮ সুনামগঞ্জে ১৯১৪, হবিগঞ্জে ১১৭৯ ও মৌলভীবাজারে ১৩২৯ জন।

অপরদিকে, সিলেট বিভাগে গতকালও কেউ মারা যাননি করোনাভাইরাসে। তাই সিলেটে আগের দিনের মতো মোট মৃতের সংখ্যা ২০৩ জন। এর মধ্যে সিলেট জেলার ১৪৭, সুনামগঞ্জে ২২, হবিগঞ্জে ১৪ ও মৌলভীবাজারে ২০ জন।