সিলেট বিভাগীয় সমাবেশ সফল করতে নগরীতে বিএনপি’র লিফলেট বিতরণ
একুশে জার্নাল ডটকম
সেপ্টেম্বর ২০ ২০১৯, ১৮:৫০
২৪ সেপ্টেম্বর মঙ্গলবার রেজিষ্টারী মাঠের সিলেট বিভাগীয় মহাসমাবেশ সফলের লক্ষ্যে নগরীতে লিফলেট বিতরণ করেছে মহানগর বিএনপি।
শুক্রবার বাদ জুমআ নগরীর হযরত শাহজালাল (র.) মাজার গেইট থেকে শুরু হয়ে বিভিন্ন পয়েন্টে লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, পুণ্যভুমি সিলেটে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২৪ সেপ্টেম্বরের বিভাগীয় মহাসমাবেশ সফল করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন- মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকী, মহানগর সহ-সভাপতি হুমায়ুন কবির শাহীন, কাউন্সিলার রেজাউল হাসান কয়েস লোদী, জিয়াউল হক জিয়া, সুদীপ রঞ্জন সেন বাপ্পু, আমির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী ও মাহবুব চৌধুরী, প্রচার সম্পাদক শামীম মজুমদার, প্রকাশনা সম্পাদক জাকির হোসেন মজুমদার, স্বাস্থ্য সম্পাদক ডাঃ আশরাফ আলী, পরিবার কল্যান সম্পাদক লল্লিক আহমদ চৌধুরী, মানবাধিকার সম্পাদক মুফতি নেহাল উদ্দিন, তথ্য গবেষনা সম্পাদক সোহাদ রব চৌধুরী, পরিবেশ সম্পাদক আবুল কালাম, স্বেচ্ছাসেবক সম্পাদক হাবিব আহমদ চৌধুরী শিলু, বিএনপি নেতা আব্দুর রহিম মল্লিক, এম. মখলিছ খান, কয়েস আহমদ সাগর, নজির হোসেন, সাব্বির আহমদ, মাহবুব আহমদ চৌধুরী, আমিনুর রহমান খোকন, নাসির উদ্দিন রব, নুরুল ইসলাম লিমন, ময়নুল হক স্বাধীন, যুবদল নেতা কুহিনুর আহমদ, জামাল আহমদ খান ও মাহবুবুল আলম প্রমূখ।