সিলেট নগরীর লালবাজার এলাকায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ০৪ ২০২০, ১০:৫৯

নগরীর লালবাজার এলাকার লাভলী হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রাত সাড়ে ১০টার দিকে এ আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লালবাজারের পাঁচতলা একটি ভবনের পঞ্চম তলায় লাভলী হোটেলের অবস্থান। রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ ওই হোটেলের একটি কক্ষ থেকে আগুনের ধোয়া বেরিয়ে আসতে দেখেন স্থানীয়রা। মুহূর্তের ছড়িয়ে পড়ে আগুন।

এতে আতংকিত হয়ে পড়েন হোটেলে অবস্থানকারীরা। তবে কেউ আহত হবার খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত নিয়ে নানামুখি কথা-বার্তা শোনা গেলেও সঠিক তথ্য কেউ জানাতে পারেনি।