সিলেট থেকে শুরু হচ্ছে ঐক্যফ্রন্টের আনুষ্ঠানিক প্রচারণা
একুশে জার্নাল
ডিসেম্বর ১২ ২০১৮, ০৫:০৪

সিলেট থেকে শুরু হচ্ছে জাতীয় ঐক্যফ্রন্টের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা। আজ বুধবার হযরত শাহজালাল ও শাহ পরানের মাজার জিয়ারত করবেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। সেখান থেকেই তাদের নির্বাচনী প্রচার শুরু হবে।
মঙ্গলবার বিকেলে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠকের পর বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নরুজল ইসলাম খান এ কথা জানিয়েছেন।
জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনও প্রচারণায় অংশ নেবেন বলে আশা করছেন এ বিএনপি নেতা।
তিনি বলেন, আমাদের এখন পর্যন্ত যে সিদ্ধান্ত, খুব অনিবার্য কোনো কারণ না ঘটলে আমরা আগামীকাল সিলেটে হযরত শাহ জালাল (রহ.) ও হযরত শাহ পরাণ (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে আমাদের নির্বাচনি প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করব; সব সময় তাই করা হয়। আমাদের নেত্রী যখন ছিলেন, উনিও তাই করতেন, আমরাও তাই করব।
নরুজল ইসলাম খান বলেন, আমরা আশা করছি, আগামীকাল ড. কামাল হোসেন যাবেন, বিএনপি থেকে আমি যাব, আরো অন্যান্য নেতৃবৃন্দ যাবেন।