সিলেট থেকে কিশোর নিখোঁজ, ছেলেটিকে খুঁজে পেতে সহায়তা কামনা
একুশে জার্নাল
ফেব্রুয়ারি ১২ ২০১৯, ১৭:৫২
একুশে জার্নাল ডেস্ক: আবু সালেহ ইয়াইয়া (১৩) নামের একটি ছেলে গত (১১ ফেব্রুয়ারি ) গোবিন্দগঞ্জবাজার যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হলেও আর ফিরেনি। তার বাড়ি সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার মঙ্গলপুর (গাজীনগর) গ্রামের ছুরত মিয়ার ছেলে।
উচ্চতা ৫ ফুট ০২ ইঞ্চি, গায়ের রং উজ্জল শ্যামলা । বাড়ি থেকে বের হওয়ার সময় তাঁর পরনে ছিল শার্ট ও প্যান্ট। উল্লেখ্য , নিখোঁজ হওয়া আবু সালেহ ইয়াইয়া (১৩) তার মামা ছাতক থানার জালালপুর গ্রামের মো.ফয়জুর রহমান ফয়েজ বাড়ীতে থেকে পড়াশোনা করে আসছিল।
নিখোঁজ হওয়ার ব্যাপারে ছাতক থানায় মো.ফয়জুর রহমান ফয়েজ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ৷ জিডি নম্বর -৪৬৩। যোগাযোগের ঠিকানা মো.ফয়জুর রহমান ফয়েজ-০১৭১১০১৯৮৭৩ । কেউ ছেলেটির সন্ধান পেলে উল্লিখিত ঠিকানা বা কাছের থানায় যোগাযোগের অনুরোধ করা হচ্ছে।