সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে ট্রাকের ধাক্কায় শিক্ষক নিহত।
একুশে জার্নাল
নভেম্বর ২০ ২০১৮, ১৭:১২
ওসমানীনগর প্রতিনিধি:সিলেটের ওসমানীনগরে ট্রাকের ধাক্কায় পথচারী হযরত শাহজালাল (রাঃ) মাদ্রাসার সাবেক শিক্ষক মাসুক আলী (৬৫) নিহত হয়েছেন। তিনি ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম (এওলাতৈল) গ্রামের বাসিন্দা ও হযরত শাহজালাল (রাঃ) মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক ।
জানা যায়, সোমবার ভোরে মাসুক আলী মসজিদে ফজরের নামাজ পরে বাড়িতে রওয়না দেন। পথিমধ্যে সিলেট-ঢাকা মহাসড়কের ব্রাহ্মণগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকাগামী একটি অজ্ঞাত ট্রাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মাসুক আলী গুরুতর আহত হন। সাথে সাথে তাজপুর ফায়ার সার্ভিসের কর্মিরা ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। মঙ্গলবার বিকাল ৪টার দিকে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাসুক আলীর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫পুত্র, নাতি নাতনি সহ অসংখ্য আত্বীয় স্বজন রেখে যান। তাঁর জানাযার নামাজ ও দাফন বুধবার অনুষ্ঠিত হবে।