সিলেট জেলা পরিষদ নির্বাচন: গোয়াইনঘাটে সুবাস ও হেনার বিজয়
একুশে জার্নাল ডটকম
অক্টোবর ১৭ ২০২২, ১৯:১১
তানজিল হোসেন, গোয়াইনঘাট: সিলেট জেলা পরিষদ নির্বাচনে গোয়াইনঘাটের ১০নং ওয়ার্ডে সদস্য পদে নির্বাচিত হয়েছেন গোয়াইনঘাট প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ডৌবাড়ী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সুবাস দাস। এছাড়া সংরক্ষিত আসনে নারী সদস্য পদে দোয়াত কলম প্রতীক নিয়ে পুনরায় তামান্না আকতার হেনা নির্বাচিত হয়েছেন।
সোমবার (১৭ অক্টোবর) কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই উপজেলা হলরুমে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করেন গোয়াইনঘাট উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিবৃন্দ।
নির্বাচনে ১০ নং ওয়ার্ড গোয়াইনঘাটে হাতি প্রতীক নিয়ে সুবাস দাস ৬২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আলিম উদ্দিন ঘুড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ২৪ ভোট। এ ছাড়াও ১০নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত সংরক্ষিত ৪নং ওয়ার্ডের নারী সদস্য পদে তামান্না আকতার হেনা দোয়াত কলম প্রতীক নিয়ে ৪৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোছাঃ রহিমা বেগম চম্পা হরিণ প্রতীক নিয়ে পেয়েছেন ২৭ ভোট।