সিলেট জেলা আওয়ামিলীগ নেতা আমির উদ্দীন চৌ সাদেক মিয়ার ইন্তেকাল:

একুশে জার্নাল

একুশে জার্নাল

আগস্ট ২৮ ২০১৮, ০১:৪৬

  • সিলেট জেলা আওয়ামিলীগ নেতা আমির উদ্দীন চৌ সাদেক মিয়ার ইন্তেকাল:

সিলেট জেলার আওয়ামিলীগের সহ সভাপতি বীর মুক্তিযুদ্ধা বর্ষিয়ান রাজনীতিবিদ ও ঢাকাদক্ষিন বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্ণিংবডির সভাপতি আমির উদ্দীন চৌধুরী (সাদেক মিয়া) আজ রাত ১০ টার সময় সিলেট নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।
সাদেক মিয়া দীর্ঘদিন থেকে দূরারোগ্য ব্যাধিতে ভূগছিলেন।
গত ২০ তারিখ তিনি বেশী অসুস্থতাবোধ করলে তাঁকে নর্থইস্ট মেডিকেলের ICU তে ভর্তি করা হয়।
সাদেক মিয়ার মৃর্ত্যুতে ঢাকাদক্ষিন ও তাঁর নিজ গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।
মৃর্ত্যুকালে তিনি রেখে গেছেন দুই ছেলে চার মেয়ে অসংখ্য গুনাগ্রহী ও আত্মীয় স্বজন
সাদেক মিয়ার ঘনিষ্টজন তাঁর মৃর্ত্যুর সত্যতা নিশ্চিত করেন।