সিলেট জকিগঞ্জ রোডে বিপুল পরিমান ফেন্সিডিল সহ ২ জন আটক
একুশে জার্নাল
সেপ্টেম্বর ২৮ ২০১৮, ১২:১৭
সিলেট জকিগঞ্জ রোডের শ্রীরামপুর বাইপাশ এলাকা থেকে বিপুল পরিমান ভারতীয় ফেন্সিডিল সহ শীর্ষ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিট এ্যাকশন ব্যাটালিয়ান র্যাব-৯,
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার রাত ১০ টার সময় মেজর শওকাতুল মোনায়েমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৯৮৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং তাদের ব্যবহৃত একটি পিক-আপ গাড়ী জব্দ কর হয়।
উদ্ধারকৃত মাদকের অনুমানিক মূল্য ৯ লক্ষ ৮৫ হাজার টাকা।
আটক দুই মাদক ব্যবসায়ী হল-জকিগঞ্জের বাকরশাল গ্রামের আজিজুর রহমানের ছেলে বাবুল আহমদ (৩৫) ও শাহপরান থানার কুশিঘাট এলাকার আলম নুর মিয়ার ছেলে মোহাম্মদ রিপন (২৮)
আটকের সময় পিক-আপ গাড়ীকে থামার সংকেত দিলে আরো ২ মাদক ব্যবসায়ী গাড়ী থেকে লাফিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
এ ব্যাপারে র্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক মোঃ মনিরুজ্জামান বলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘ দিন থেকে সংঘবদ্ধভাবে মাদকের ব্যবসা করে আসছিল বলে স্বীকার করে।
আটক ২ মাদক ব্যবসায়ী উদ্ধারকৃত মাদক ও জব্দকৃত গাড়ী মোগলা বাজার থানায় হস্তান্তর করা হয়েছে।