সিলেট ওসমানী মেডিকেল সংলগ্ন ফার্মেসিতে ৪৫০ টাকার ঔষধ ৯০০০ টাকা
একুশে জার্নাল
সেপ্টেম্বর ১৬ ২০১৯, ০৮:৫১
একুশে জার্নাল সিলেট: ঔষধ এর অতিরিক্ত দামের কারণ জানতে চাওয়ায় সিলেট এর কোম্পানিগঞ্জ উপজেলার ইমরান আহমদ কারিগরি কলেজের শিক্ষক ও অভিভাবকবৃন্দ কে ছুরিকাঘাত করেছে ফার্মেসী কর্তৃপক্ষ। গত কাল রাত ৮:৩০ মিনিটে এ ঘটনা ঘটে।ইমরান আহমদ কারিগরি কলেজের একজন শিক্ষার্থী গত কাল সিলেট কোম্পানিগঞ্জ রাস্তায় সি এন জি এক্সিডেন্ট হলে আহত অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করা হয়।ছেলের আত্বীয়স্বজন ইমার্জেন্সী গেইটের পার্শ্বে অবস্থিত রিংকু ফার্মেসী থেকে বাকিতে ঔষধ নেয়।পরবর্তীতে টাকা পরিশোধ করতে গেলে ফার্মেসীর প্রোপাইটার সালেহ আহমদ ৯০০০ টাকা বিল হয়েছে বলে হিসেব দেন।রোগীর আত্নীয় ৯০০০ টাকা বিল পরিশোধ করে মেডিকেল এ ফিরলে দেখা হয় কোম্পানিগঞ্জ এর আরো গুরুত্বপুর্ণ কয়েকজনের সাথে।কোম্পানিগঞ্জ উপজেলার যুবলীগ নেতা এম সোহেল আহমদ, ইমরান আহমদ কারিগরি কলেজের প্রিন্সিপাল ও কয়েকজন প্রভাষক ঔষধের তালিকা নিয়ে কয়েকটি ফার্মেসী তে ঔষধের দাম যাচাই করলে অন্যান্য ফার্মেসীর পরিচালকরা ৪৫০-৪৭০ টাকার ঔষধ এর হিসেব দেন।এমতাবস্থায় ঐ ফার্মেসীতে ঔষধ এর অতিরিক্ত দামের কারণ জানতে প্রিন্সিপাল এর নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত হলে, ফার্মেসীর মালিক তাদের উপর খুব চড়াও হন।মুহুর্তের মধ্যে ১০-১৫ জন রাম দা, ছুরি,চাকু দিয়ে এলোপাথাড়ি কুপাতে থাকে।ইমরান আহমদ কারিগরি কলেজের প্রিন্সিপাল সহ ৫ জন লোক মারাত্বকভাবে আহত হন।পরে পুলিশের উপস্থিতিতে ফার্মেসী কতৃপক্ষ পালিয়ে যায়।গোয়াইনঘাট কলেজের অধ্যক্ষ ফজলুল হক, ও রুস্তমপুর কলেজের অধ্যক্ষ কামরুল আহমদ শেরগুল,কোম্পানিগঞ্জ উপজেলার অফিসার ইনচার্জ সহ এলাকার বিশিষ্টজনেরা আহতদের কে দেখতে হাসপাতালে উপস্থিত হয়েছিলেন।
এই সন্ত্রাসী হামলার বিরোদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।