সিলেট এবং নোয়াখালীতে গৃহবধূ গণধর্ষণের প্রতিবাদে চোখে কালো কাপড় বেঁধে কুলাউড়ায় মানববন্ধন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

অক্টোবর ০৬ ২০২০, ১৮:৪৫

মারজান আহমদ স্টাফ রিপোর্টার কুলাউড়া: মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় ধর্ষণ ও যৌন নির্যাতনের বিরুদ্ধে চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে লাল সবুজ উন্নয়ন সংঘ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

মঙ্গলবার (৬ অক্টোবর) লাল সবুজ উন্নয়ন সংঘ মৌলভীবাজার জেলার কুলাউড়া শাখার উদ্যোগে কুলাউড়া শহরস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাঙ্গণে এ প্রতিবাদ কর্মসূচি পালন করে সংঘটনের সদস্যরা।

লাল সবুজ উন্নয়ন সংঘ কুলাউড়া শাখার সভাপতি আজহার মুনিম শাফিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমানের সঞ্চালনায় ধর্ষণ বিরোধী আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ফাহাদ হোসেন রাতুল, সহ সাংগঠনিক সম্পাদক রায়হান আহমেদ, নারী সম্পাদক সাদিয়া জাহান, সদস্য সানজিনা বিন ইসলাম, সামিয়া জাহান, রহিমা জান্নাত জুই, সাইদুল ইসলাম, পার্থ আচার্য, রুহুল আমিন, অনিক আহমেদ, সঞ্জয় মল্লিক, সাহান আহমেদ, কামরুল ইসলাম, আসিফ আহমেদ, তাওহিদুল ইসলাম, রাহুল চন্দ্র জীবন প্রমুখ।

বক্তারা ধর্ষণ ও যৌন নির্যাতনে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান সরকারের কাছে।