সিলেট আলিয়া মাঠে পশুর হাট নিয়ে দু’টি কথা
একুশে জার্নাল ডটকম
জুলাই ১৪ ২০২০, ১২:২২
মুহাম্মদ ইমদাদুল হক ফয়েজী>
সিলেট আলিয়া মাদরাসা মাঠ সিলেটের ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী একটি মাঠ। যুগ যুগ ধরে এটি ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক সভা-অনুষ্ঠান এবং ঈদগাহ হিসেবে সিলেট তথা গোটা দেশবাসীর কাছে ঐতিহ্য ও সংস্কৃতির স্মারক হয়ে হিসেবে সুপ্রতিষ্ঠিত। সম্প্রতি এ মাঠে কোরবানির পশুর হাট করার চিন্তাভাবনা করা হচ্ছে এবং বিষয়টি নিয়ে পক্ষে-বিপক্ষে বেশ আলোচনা সমালোচনা চলছে। অবশ্য, সঙ্গত কারণে অধিকাংশ মানুষজনেরর মতামত হচ্ছে, বিপক্ষে। অর্থাৎ, এখানে পশুর হাট করা অসমর্থনযোগ্য এবং না করাটাই শ্রেয়। কিছু সংখ্যক মানুষের বক্তব্য হচ্ছে, মাদরাসা আর মাঠ ভিন্ন ভিন্ন স্থান, তাই সমস্যা নেই।
আসলে বিষয়টি কী শুধু তাই? আমার মনে হয়, শুধু মাদরাসা মাঠ হওয়ার কারণেই মানুষজন অসমর্থন বা সমালোচনা করছেন, তা নয়। বরং এর পিছনে যথেষ্ট যুক্তিযুক্ত কারণ রয়েছে। যেমন, এটি সিলেট শহরের প্রাণকেন্দ্র জিন্দাবাজারে সন্নিকটে এবং শহরের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তার পাশে অবস্থিত। এটির একপাশে করোনা আইসলোশন সেন্টার ‘শহিদ শামসুদ্দিন হাসপাতাল’ এবং ডাক্তার পাড়া স্টেডিয়াম মার্কেট। অন্য পাশে ঐতিহ্যবাহী শাহজালাল দরগাহ মসজিদ। পশ্চিম দিকে কয়েকটি প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। পূর্বদিকে নগরীর জনবহুল ও ব্যস্ততম চৌহাট্রা পয়েন্ট, ডাক্তারদের চেম্বার এবং বেশ কয়েকটি ফার্মেসি। একটু উওর দিকে দরগাহ মসজিদের প্রধান ফটক এবং কিছু পরেই আরেক উল্লেখযোগ্য স্থান আম্বরখানা।
সোজাভাবে বললে, এ মাঠের চতুর্দিকই বেশ জনবহুল এবং বিভিন্ন কারণে অধিক গুরুত্বপূর্ণ। এছাড়া ঐতিহ্যগতভাবেও বেমানান মনে হয়। আগেই বলেছি, ঈদগাহ এবং নানাবিধ কারণে এটি ঐতিহ্য ও সংস্কৃতির অংশ হিসেবে সিলেটবাসীর কাছে সুপরিচিত। হাঠ করার পক্ষে যাদের সমর্থন, তাদের প্রশ্ন হতে পারে, কোরবানির পশুর হাট করলে ঐতিহ্য আর সংকৃতিতে কী ভাটা পড়ে? বলবো, অবশ্যই পড়ে। সহজভাবে বুঝিয়ে বলি- ধরুন, প্রস্তাব করা হলো, গরুর হাট সিলেট আলিয়া মাঠে নয়, পাশের স্টেডিয়ামে করুন। এটি চারদিক থেকে সীমানা প্রাচীরে বেষ্টিত, ফলে দুর্গন্ধ বাইরে ছড়াবে না। আবার নিচ ঢালাই করা, কাদাও হবে না। অন্যান্য সুযোগ-সুবিধা, নিরাপত্তাও অধিক হবে। যে কেউ বলবেন, এটি প্রতিষ্ঠিত খেলার মাঠ। গোবর আর গোমূত্রে অপরিচ্ছন, নোংরা হয়ে ওঠবে। চারদিকে দীর্ঘ যানজট সৃষ্টি হবে। সুন্দর কথা। আমরাও তাই বুঝি এবং মনে করি। প্রশ্নটা এখানেই, স্টেডিয়ামের ঐতিহ্য, সংস্কৃতি নষ্ট হবে একথা ভালোই বুঝেন- তো আলিয়া মাঠের ঐতিহ্য, বিশেষত্ব, মর্যাদা বুঝেন না কেন? এছাড়া স্টেডিয়ামে হাট বসালে যানজট বাড়বে, মানুষের দুর্ভোগ হবে, তো আলিয়া মাঠে হাট হলে কী যানজট কমবে? শহরের ভেতরে স্বাচ্ছন্দ্যে, অনায়াসে চলাফেরা করা যাবে?
সুতরাং, পশুর হাটের জন্য ঐতিহাসিক আলিয়া মাঠ বাদ দিয়ে বিকল্প হিসেবে শহরের কম গুরুত্বপূর্ণ মাঠ যেমন, এমসি কলেজ মাঠ, সদর উপজেলা খেলার মাঠ ইত্যাদি স্থান নির্বাচন করাই হবে সামগ্রিকভাবে কল্যাণকর এবং যথোপযুক্ত সিদ্ধান্ত। এতে করে শহরে যানজট খুব বেশি বৃদ্ধি পাবে না, মানুষজন সহজে, নির্বিঘ্নে চলাফেরা করতে পারবেন এবং বিতর্ক, সমালোচনার দ্বারও বন্ধ হবে।