সিলেটে সমমনা ইসলামী দলসমূহের বৈঠক অনুষ্ঠিত
একুশে জার্নাল
মার্চ ১০ ২০২০, ০৮:৪৪
বৃহস্পতিবারের মানববন্ধন স্থগিত,শুক্রবার কালেক্টরেট মসজিদে দুআ মাহফিল
সিলেট সমমনা ইসলামী দলসমূহের বৈঠকে কেন্দ্রের ঘোষণা অনুযায়ী সিলেটে আগামী ১২ মার্চ বৃহস্পতিবারের মানববন্ধন কর্মসূচি স্থগিত করা হয়েছে। ১৩ মার্চ শুক্রবার বাদ জুমুআ সিলেট কালেক্টরেট জামে মসজিদ প্রাঙ্গণে সমমনা দলসমূহের উদ্যোগে করোনা ভাইরাস নামক গজব থেকে দেশ-জাতির মুক্তির লক্ষ্যে এক দুআ মাহফিল আহবান করা হয়েছে।
সোমবার বাদ মাগরিব বাংলাদেশ খেলাফত মজলিসের লালদিঘীর পারস্থ কার্যালয়ে সিলেট সমমনা দলসমূহের বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা গাজী রহমত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান, ইসলামী ঐক্যজোট সিলেট মহানগর সভাপতি মুফতী ফয়জুল হক জালালাবাদী,খেলাফত মজলিস সিলেট মহানগর সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল হান্নান, জমিয়তের সহ-সভাপতি অধ্যক্ষ হাফিজ আব্দুর রহমান সিদ্দিকী,হাফিজ মাওলানা সৈয়দ শামীম আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহ-সভাপতি অধ্যক্ষ জাহিদ উদ্দিন চৌধুরী, মাওলানা আব্দুল মান্নান জালালাবাদী,খেলাফত মজলিস সিলেট জেলা সহ-সভাপতি মাওলানা সামছুদ্দিন মুহাম্মদ ইলয়াস,মহানগর সহ-সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান,জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান,খেলাফত মজলিস সিলেট জেলা সাধারণ সম্পাদক মাওলানা নেহাল আহমদ,বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা এমরান আলম, খেলাফত মজলিস সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা কে এম আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হাফিজ আতিকুর রহমান, দারুসসালাম মাদ্রাসার মুহাদ্দিস হাফিজ মাওলানা মনজুর আহমদ,খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা মুখলিছুর রহমান,বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আহাদ, মুহাম্মদ আব্দুল গফফার, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মুতাসিম বিল্লাহ জালালী, মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা সানা উল্লাহ, জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক মুফতি মুহাম্মদ মাহবুবুল হক, জেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী,বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা অফিস ও প্রচার সম্পাদক মুফতি সৈয়দ নাসির উদ্দিন আহমদ, মহানগর প্রচার সম্পাদক হাফিজ মাওলানা এখলাছুর রহমান প্রমুখ।
বৈঠকে সভাপতির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিস মহানগরীর সভাপতি মাওলানা গাজী রহমত উল্লাহ আগামী শুক্রবার সিলেটের সকল মসজিদে করোনা ভাইরাসের ক্ষতি থেকে সকলকে রক্ষার জন্য বিশেষ দোয়া পরিচালনার জন্য ইমাম সাহেবানের প্রতি এবং কালেক্টরেট মসজিদের দুআ মাহফিলে সমমনা ইসলামী দলসমূহের সকলকে অংশগ্রহণের আহবান জানিয়ে আগামী দিনের সকল কর্মসূচিতে ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার উদাত্ত আহবান জানান।